|
|
|
|
নাগা-মেইতেই বিবাদ |
দ্বন্দ্ব মেটাতে বৈঠকে মুইভা-মেইতেইরাজ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
দুই রাজ্যের দুই জনগোষ্ঠীর মধ্যে চিরকালীন দ্বন্দ্ব মেটাতে এ বার উদ্যোগী হলেন এক প্রান্তের রাজা আর অন্য প্রান্তের প্রায়-রাজা, এক জঙ্গি নেতা।
নাগা-মেইতেই দ্বন্দ্ব ঘোচাতে নাগাল্যান্ডের এনএসসিএন (আইএম) সদর দফতর, হেব্রনের শিবিরে শুরু হল গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে নাগাদের তরফে রয়েছেন আইএম-এর সাধারণ সম্পাদক থুইলেং মুইভা আর মেইতেইদের হয়ে আলোচনায় বসছেন স্বয়ং মেইতেই রাজা, লেইসেম্বা সানাজাওবা। মুইভার কথায়, “মণিপুর ও নাগাল্যান্ডে, নাগা-মণিপুরি বিবাদ-বিদ্বেষ-ভুল বোঝাবুঝি এ বার শেষ হওয়া প্রয়োজন। দু’পক্ষের সম্মতিতে, শান্তি বৈঠকে সব ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। সেই দিক থেকে এই আলোচনা ঐতিহাসিক।”
মুইভা ছাড়াও আইএম-এর সেনাধ্যক্ষ, শান্তি প্রক্রিয়ার মুখ্য আহ্বায়ক প্রমুখ জঙ্গি নেতারা বৈঠকে হাজির আছেন। মেইতেইরাজ ছাড়াও হেব্রন বৈঠকে ছিলেন মেইতেই ন্যাশনাল ফ্রন্টের সভাপতি চিংসুবাম ওয়াংগামবি লেইমা। রাজা মনে করেন, “দুই পক্ষই কিছু ভুল করেছে। কেউ কারও শত্রু নয়। এখন পরিস্থিতি এমন হয়েছে যে কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। এই দুই গোষ্ঠীকেই সামনা-সামনি বসে ভুল বোঝাবুঝিগুলি মিটিয়ে ফেলতে হবে।” মুইভা নাগা সমস্যা সমাধানের জন্য ১৯৯৭ সাল থেকে ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনা চালাচ্ছেন। নাগা জঙ্গি সংগঠনের মাথা হলেও টাংখুল গোষ্ঠীভুক্ত মুইভার জন্মস্থান মণিপুরের উখরুল জেলায়। ২০১০ সালে মুইভা জন্মভিটেয় যেতে চাইলে মেইতেইরা তাঁর বিরুদ্ধে আন্দোলনে নামেন। মণিপুর সরকার তাঁকে আটকে দেয়। এ নিয়ে তীব্র অশান্তি শুরু হয়। মুইভা মণিপুরের রাজাকে বলেন, “নাগা ও মেইতেইদের সমস্যা মেটাবার জন্য ভারত সরকারের উপরে আস্থা রাখলে তা মারাত্মক ভুল হবে। আমাদের নিজেদের মধ্যেই আলোচনা করে স্থায়ী সমাধানসূত্র বের করতে হবে। ভারত সরকারের সঙ্গে নাগাদের যে সমস্যা তার সঙ্গে ইন্দো-মেইতেই সমস্যার কোনও সম্পর্ক নেই। কিন্তু মণিপুরের পার্বত্য এলাকায় নাগা ও মেইতেইরা নিজেদের মধ্যে লড়াই চালাতে থাকলে আমাদের ক্ষতি।” |
|
|
|
|
|