|
|
|
|
নিউ টাউনে ছাদ ভেঙে মৃত শ্রমিক
নিজস্ব সংবাদদাতা
|
রাত জেগে চারতলা পাম্পিং স্টেশনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন কয়েক জন শ্রমিক। হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ল গোটা ছাদ। নীচে পড়ে গেলেন ১৩ জন শ্রমিক। কেউ আটকে গেলেন ঢালাইয়ের কাঠের পাটাতনে, কেউ চাপা পড়লেন ঢালাইয়ের মশলায়।
মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে নিউ টাউনের যাত্রাগাছিতে। পুলিশ জানায়, এই ঘটনায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের, আহত ১২ জন। তাঁদের মধ্যে এক জন গুরুতর আহত অবস্থায় এনআরএসে ভর্তি। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। |
|
ভেঙে পড়া সেই ছাদ। বুধবার, নিউ টাউনে। —নিজস্ব চিত্র |
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরে নিউ টাউনের যাত্রাগাছিতে হিডকো-র নিকাশি পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। পাম্পিং স্টেশনটির ছাদ ছিল একমাত্র চারতলায়। গত দু’ দিন ধরে আধুনিক যন্ত্রের সাহায্যে চলছিল ছাদ ঢালাইয়ের কাজ। রাত জেগে যাঁরা কাজ করছিলেন তাঁদেরই এক জন নয়ন শেখ বলেন, “ঢালাইয়ের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। হাইড্রলিক পাইপলাইনের মাধ্যমে ঢালাইয়ের মশলা ছাদে তোলার সময়ে যেন পায়ের তলা কেঁপে উঠল। দেখলাম, ছাদের মাঝের অংশ ভেঙে পড়ছে। কিছু বোঝার আগেই নীচে পড়ে গেলাম।” উদ্ধারকারীরা জানান, নয়ন চাপা পড়ে যান ঢালাই মশলার মধ্যে। ইউসুফ আলি নামে আর এক শ্রমিক বলেন, “ছাদটা এমন ভাবে কেঁপে উঠল যে মনে হল, ভূমিকম্প হচ্ছে।” আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করেন নিউ টাউন থানার পুলিশ ও এলাকাবাসী। ঘটনাস্থলে আসে বিধাননগর দমকলের দু’টি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ ডাকুয়া বলেন, “শ্রমিকদের আর্তনাদ শুনে আমরা সবাই ছুটে যাই।”
শ্রমিকদের একাংশের অভিযোগ, দ্রুত কাজটি শেষ করতে গিয়েই এই দুর্ঘটনা। নির্মীয়মাণ সামগ্রীর গুণগত মান নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। যদিও হিডকো-র তরফে জানানো হয়েছে, একটি নামী নির্মাণ সংস্থাই এই কাজ করছিল। নিউ টাউনের কোনও স্থানীয় সিন্ডিকেট থেকে নির্মাণ-সামগ্রী কেনা হয়নি। হিডকো-র চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, “প্রাথমিক ভাবে ইঞ্জিনিয়ারেরা জানান, একটি ক্ল্যাম্প খুলে যাওয়ায় এই বিপত্তি। ঘটনা বিস্তারিত জানতে ইঞ্জিনিয়ারদের একটি টেকনিক্যাল দল গঠন করা হয়েছে। গুরুতর আহত ও নিহত শ্রমিকদের আমাদের তরফে সব ধরনের আর্থিক সাহায্য দেওয়া হবে।” |
|
|
|
|
|