অ্যাপলের ঝুলি থেকে কি আবারও বেরোতে চলেছে দুনিয়া চমকে দেওয়া কোনও আবিষ্কার? অন্তত সে রকমই ইঙ্গিত দিলেন অ্যাপলের সিইও টিম কুক। ক্যালিফোর্নিয়ার সৈকত শহরে মঙ্গলবার বসেছিল ‘অল থিংস ডিজিটাল কনফারেন্স’-এর আসর। কুক জানিয়েছেন, পট পাল্টে দেওয়া অনেক কিছুই আনতে চলেছেন তাঁরা। যার মধ্যে থাকতে পারে, গয়নার মতো পরা যাবে এমন কম্পিউটার।
অন্য সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় এখন খানিকটা টালমাটাল দশা অ্যাপলের। আইফোন, আইপ্যাডের পর আইওয়াচ আসতে চলেছে, কানাঘুষো শোনাই যাচ্ছিল কিছু দিন ধরে। এ বার অ্যাপল-প্রেমীদের মধ্যে জল্পনা তুঙ্গে উঠেছে।
|
টিম কুক |
চশমা আর কম্পিউটার মিলিয়ে ‘স্মার্ট গ্লাস’ তৈরি করেছে গুগল ইঙ্কস। টিমের মতে, এর আবেদন খুব বেশি নয়। “ছোট যে বাচ্চাটা জীবনে কখনও চশমা পরেনি, সে কেন স্মার্ট গ্লাস পরবে,” প্রশ্ন তাঁর। আর গ্যাজেট-ভক্তদের এই চাহিদাটাই মেটাতে হবে এ বার, সাবধানী শোনায় টিম কুককে। টিভির ক্ষেত্রেও তাঁদের বড়সড় পরিকল্পনা রয়েছে, জানিয়েছেন অ্যাপলের কর্ণধার।
অ্যাপলের আগেকার দাপটে কি কিছুটা চিড় ধরেছে, প্রশ্নোত্তর পর্বে কুককে জিজ্ঞেস করেছিলেন এক ব্যক্তি। “এক্কেবারে না” সপ্রতিভ উত্তর তাঁর। যুক্তির সপক্ষে বিক্রি-বাটার এক লম্বা তালিকা পেশ করেছেন তিনি কনফারেন্সে। তবে অ্যাপলের শেয়ার দর যে হঠাৎ করে পড়ে গিয়েছে, তা নিয়ে নিজের হতাশাও জানাতে ভোলেননি টিম। গত বছর প্রথম তিন মাসে কোম্পানির লাভ ছিল ১১৬০ কোটি ডলার। জানুয়ারি থেকে মার্চে তা এসে ঠেকেছে ৯৬০ কোটি ডলার। এক দশকে লাভের মুখ এই প্রথম পড়তির দিকে, এপ্রিল মাসে সংস্থার রিপোর্টেই জানিয়েছিল সে কথা। লগ্নিকারীরাও যে এই বিপদে পাশে থাকছেন, এমন নয়। যেমন ব্লু রিজ ক্যাপিটাল বিক্রি করে দিয়েছে নিজেদের শেয়ার। নিজেদের যাতে কমজোরি মনে না হয়, তাই এ বার বড়সড় লক্ষ ঠিক করেছেন কুক।
আর ভরসা রাখছেন চমকে। “মানুষও তো আসলে সব সময় সারপ্রাইজই ভালবাসেন” হাসতে হাসতে জবাব টিমের। |