টুকরো খবর
বিদুৎ গ্রাহকদের স্মারকলিপি
প্রতি ইউনিটে বিদ্যুতের দাম কমানো, বোরো চাষিদের বিদ্যুতের মাসুল মুকুব-সহ নানা দাবিতে স্মারকলিপি দিল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির কালনা শাখা। বুধবার বিদ্যুৎ দফতরের কালনা ডিভিশনাল ইঞ্জিনিয়রের দফতরে স্মারকলিপি দেয় তারা। তাঁদের দাবি, গৃহস্থ, ক্ষুদ্রশিল্প ব্যবসায়ী গ্রাহকদের ইউনিট প্রতি এক টাকা ও কৃষি বিদ্যুৎ গ্রাহকদের ইউনিট প্রতি ৫০ পয়সা দাম নির্ধারণ করতে হবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের এককালীন বিদ্যুতের মাসুল মুকুব করারও দাবি করেন তাঁরা। সংগঠনের সদস্যেরা ডিভিশনাল ইঞ্জিনিয়র উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে বৈঠক চলাকালীন অভিযোগ করেন, এলাকায় বিল ঠিক সময়ে পৌঁছয় না, নোটিসও সময়ে পাঠানো হয় না। সংগঠনের কালনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত মানাওয়াজউদ্দিন মণ্ডল জানান, কালনায় স্পট বিলিং চালু হয়েছে। কিন্তু এতে অস্পষ্ট বিল ও আরও নানা সমস্যা দেখা দিচ্ছে বলে তাঁর অভিযোগ। উজ্জ্বলবাবু বলেন, “দাবিগুলি খতিয়ে দেখা হচ্ছে।”

কালনায় পার্ক থেকে ধৃত ১২
ইভটিজিং-সহ নানা অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার কালনা পুরসভার জিউধরা এলাকার একটি পার্ক, পুরবিতান থেকে তাদের ধরা হয়। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ধৃতদের বিরুদ্ধে অভিযোগ ছিল। ঘটনার পরেই পার্কটিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, পার্কের পরিবেশ এতটাই নোংরা যে ইচ্ছে থাকলেও ছেলেমেয়েদের নিয়ে যাওয়া যায় না। দিনভর অসামাজিক কাজকর্ম চলেও বলে তাঁদের অভিযোগ। বিক্ষোভের পরে পার্কটিতে তালা ঝুলিয়ে দেয় দেখভালের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা। বছরখানেক আগে পুরসভা চুক্তিতে ওই ঠিকাদার সংস্থাকে পার্ক দেখভালের দায়িত্ব দিয়েছিল।

ধর্ষণে জেল
যাত্রার আসর থেকে ফেরার সময় এক যুবতীকে ধর্ষণে অভিযুক্ত সঞ্জয় ঘোষ নামে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল দ্বিতীয় জেলা জজ আদালত। অভিযুক্তের পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে। সরকারি আইনজীবি কমল তা বলেন, “২০০৭ সালের ২৬ জুন মনসা পুজো উপলক্ষে বর্ধমান থানার নলা গ্রামে যাত্রার আসর বসেছিল। সেখানে যাত্রা শুনে ফেরার পথে সঞ্জয় তাঁকে জোর করে ধরে ধর্ষণ করে বলে অভিযোগ। পরের দিন ঘটনা জানাজানি হতেই গ্রামবাসীরা তাকে ওই যুবতীকে বিয়ের জন্য চাপ দেয়। পরদিনই সঞ্জয় ও তার বাবা গ্রাম ছেড়ে পালায়।

এএসআইয়ের মৃত্যু
দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্মীর। বুধবার ভোরে বিহারের সিওয়ানে একটি বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বর্ধমানের আনজিরবাগানের কাছে ডিভাইডারে গাড়ির ধাক্কা লাগয় মৃত্যু হয় তাঁর। মৃত এএসআইয়ের নাম সঞ্জয় দুবে (৫০)। তিনি হাওড়া গোলাবাড়ি থানার এএসআই বলে বর্ধমান থানার পুলিশ জানিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.