আইএনটিইউসি-তে যোগ দিলেন অসীম
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
তৃণমূল থেকে বহিষ্কৃত শ্রমিক নেতা অসীম প্রামাণিক আইএনটিইউসি-তে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন। বুধবার দুর্গাপুরে এই সিদ্ধান্ত জানানোর সময়ে তাঁর সঙ্গে ছিলেন আইএনটিইউসি-র কিছু নেতাও। উপস্থিত নেতারা অসীমবাবুর যোগদানের কথা মানলেও বিষয়টি নিয়ে সংগঠনে চাপান-উতোর তৈরি হয়েছে। আইএনটিইউসি-র জেলা (শিল্পাঞ্চল) সভাপতি বিকাশ ঘটক দাবি করেছেন, এই ঘটনার কথা তাঁর জানা নেই। দুর্গাপুরে নানা শিল্প সংস্থায় অসীমবাবু ও তাঁর দলবলের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে বারবার। তিনি দুর্গাপুরের ৩ নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি ছিলেন। তাঁর কাজকর্মে বিব্রত হয়ে গত ১১ মার্চ তাঁকে দল থেকে বহিষ্কারের কথা জানান সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক। এ দিন অসীমবাবু অভিযোগ করেন, তৃণমূলের কিছু নেতা ‘আখের গোছানোর’ চেষ্টায় কারখানা মালিকদের সঙ্গে হাত মিলিয়েছেন। তিনি বাধা দেওয়ায় উচ্চ নেতৃত্বকে ভুল বুঝিয়ে বের করে দেওয়া হয়। আইএনটিইউসি নেতা দেবাশিস দত্ত বলেন, “অসীমবাবুর সাংগঠনিক দক্ষতার কথা মাথায় রেখে তাঁকে নেওয়া হয়েছে। আইএনটিটিইউসি তাঁকে ব্যবহার করে বের করে দিয়েছে। আমরা তাঁকে কাজ করার স্বাধীনতা দিচ্ছি।” যদিও সংগঠনের জেলা (শিল্পাঞ্চল) সভাপতি বিকাশবাবু বলেন, “কারা কী বলছেন জানি না। আমার কাছে কোনও খবর নেই।” তৃণমূল নেতারাও পুরো বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
পুরনো খবর: দলের ভাবমূর্তি নষ্ট, বহিষ্কৃত অসীম
|
মন্দিরে চুরি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
মন্দিরের তালা ভেঙে বেশ কিছু বেশ কিছু জিনিসপত্র ও নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে রানিগঞ্জের বড়দহি কালীমন্দিরের ঘটনা। মন্দিরের পুরোহিত বিনোদ সাধু জানান, বুধবার সকালে তিনি দেখেন তালা ভাঙা। দানের কোনও জিনিস নেই। এমনকী মন্দিরের মূল ঘণ্টাটাও খোওয়া গিয়েছে। পুলিশ জানায়, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
|
হামলার নিন্দা
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ছত্তিশগঢ়ে মাওবাদী হামলায় নিহত কংগ্রেস নেতাদের স্মরণে বুধবার মোমবাতি মিছিল হয়ে গেল দুর্গাপুরে। কংগ্রেসের জেলা (শিল্পাঞ্চল) সভাপতি সুদেব রায় জানান, বেনাচিতির ভিড়িঙ্গী থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। বৃষ্টি উপেক্ষা করে দলীয় কর্মী সমর্থকেরা এই মিছিলে হেঁটেছেন বলে জানান তিনি। |