|
|
|
|
জানাল যুব তৃণমূল |
দলের ভাবমূর্তি নষ্ট, বহিষ্কৃত অসীম |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে তৃণমূল থেকে বহিষ্কার করা হল দুর্গাপুরের অসীম প্রামাণিককে। তিনি যুব তৃণমূলের দুর্গাপুর ৩ ব্লকের সভাপতি ছিলেন। সোমবার যুব তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ ঘটক সাংবাদিক সম্মেলন করে জানান, অসীমবাবুকে সতর্ক করেও লাভ না হওয়ায় উচ্চ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী তাঁকে দল থেকে বহিষ্কার করা হল।
|
অসীম প্রামাণিক। |
নানা সময়ে আইএনটিটিইউসি-র ব্যানার-পতাকা নিয়ে অসীমবাবু বিক্ষোভ-আন্দোলন করলেও তাঁকে তাঁদের কেউ বলে মানতে চাননি সংগঠনের নেতারা। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় বারবার জানিয়েছেন, অসীমবাবুর সঙ্গে সংগঠনের কোনও যোগ নেই। এ দিন যুব তৃণমূল থেকে অসীমবাবুকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণার সময়ে অভিজিৎবাবুর পাশে ছিলেন প্রভাতবাবুও। অসীমবাবুর অবশ্য দাবি, “আমাকে বহিষ্কারের কোনও খবর আমি জানি না। চিঠিতে বা ফোনে কেউ আমাকে এমন সিদ্ধান্ত জানাননি।”
উচ্চ নেতৃত্বের অনুমতি না নিয়েই একাধিক কারখানায় জঙ্গি শ্রমিক আন্দোলন করার অভিযোগ উঠেছে অসীমবাবুর বিরুদ্ধে। গত ১৫ ডিসেম্বর দুর্গাপুরে নমো সগড়ভাঙায় জয় বালাজির ইস্পাত কারখানায় আধিকারিকদের বৈঠকে চড়াও হওয়ায় অভিযুক্ত তিনি। কারখানা কর্তৃপক্ষ অসীমবাবু ও তাঁর তিন সহকারী তথা কারখানার স্থায়ী কর্মীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন। আদালতে আগাম জামিন নেন তাঁরা। ওই তিন কর্মীকে বরখাস্তও করেন কারখানা কর্তৃপক্ষ। এই ঘটনার পরেই অসীমবাবু সংগঠনের কেউ নন বলে জানিয়ে দেন প্রভাতবাবু। তিনি আরও জানিয়ে দেন, শ্রমিক আন্দোলনের নামে জঙ্গিপনা তারা অনুমোদন করেন না। দাবি-দাওয়া থাকলে তা শ্রম দফতরকে সঙ্গে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে মেটাতে হবে।
এর পরপরই অসীমবাবু ও তাঁর সঙ্গীদের আন্দোলনে জেরবার হয় বিধাননগরের একটি বেসরকারি হাসপাতাল। তার দিন কয়েকের মধ্যে তিনি আবার আইএনটিটিইউসি-র নামে পোস্টার সাঁটিয়ে জয় বালাজি কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেন। একটি সভাও করেন সিটিসেন্টারে। আইএনটিটিইউসি-র অন্য গোষ্ঠীর উপরে হামলায় একাধিক বার তাঁর নাম জড়িয়েছে। কয়েক দিন আগে বেসরকারি গ্রাফাইট কারখানায় অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে তৃণমূলের শ্রমিক সংগঠনের নামে অসীমবাবুরা দু’ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান। প্রভাতবাবু বারবার অস্বীকার করলেও অসীমবাবু দাবি করে এসেছেন, তাঁদের আইএনটিটিইউসি সংগঠন ২০১০ সালে অনুমোদন পেয়েছে। প্রভাতবাবু অবশ্য জানান, এক বার অনুমোদন পাওয়ার পরে প্রতি বছর তা নবীকরণ করতে হয়। তা না হলে অনুমোদন বাতিল হয়ে যায়।
যুব তৃণমূল সূত্রে জানা যায়, অসীমবাবুর কাজকর্মের খবর দলের উচ্চ নেতৃত্বের কানে পৌঁছেছিল। বিভিন্ন কারখানাও তাঁর বিরুদ্ধে অভিযোগ করছিল। এ দিন দলের জেলা যুব সভাপতি অভিজিৎবাবু বলেন, “ওঁর কিছু কাণ্ড-কারখানায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই রাজ্য নেতৃত্ব ওকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন।” তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ও বলেন, “অসীম সম্পর্কে কিছু অভিযোগ উঠেছিল। দলের উচ্চ নেতৃত্ব তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন।” অভিজিৎবাবু জানান, দুর্গাপুর ৩ ব্লক তৃণমূল যুব সভাপতির দায়িত্ব দেওয়া হল ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপঙ্কর লাহাকে। এর পরেও অসীমবাবু আইএনটিটিইউসি-র নামে কোনও কর্মসূচি নিলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে প্রশ্নে প্রভাতবাবু বলেন, “পুলিশে অভিযোগ করে আইনানুগ ব্যবস্থার আর্জি জানাব।” |
|
|
|
|
|