|
|
|
|
মালগাড়ির চারটি বগি লাইনচ্যুত |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
লাইনচ্যুত হয়ে গেল কয়লা বোঝাই একটি মালগাড়ির চারটি বগি। সোমবার বিকেলে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের বরাচক ও সীতারামপুর স্টেশনের মাঝে ডাউন লাইনে ওই চারটি বগি লাইনচ্যুত হয়। ফলে বেশ কিছুক্ষণ ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। আপ লাইনেও ট্রেন চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান আসানসোলের ডিআরএম সঞ্জয় গেহেলত ও কয়েকজন আধিকারিক। ডিআরএম জানান, যতদ্রুত সম্ভব লাইনচ্যুত মালগাড়িকে লাইনে তুলে ডাউন লাইন চালু করার ব্যবস্থা করা হচ্ছে। |
|
লাইনচ্যুত বগি।—নিজস্ব চিত্র। |
কী কারণে এমনটা হল তা তদন্ত করে দেখা হচ্ছে। আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিশ্বনাথ মুর্মু জানিয়েছেন, নিরাপত্তার কারণে আপ লাইনে কালিপাহাড়ি স্টেশনে কুম্ভ এক্সপ্রেস, রানিগঞ্জে ব্যারাকপুর-আজিমগঞ্জ, দুর্গাপুরে জনশতাব্দী, পানাগড়ে শিয়ালদহ-বালিয়া ও আসানসোলে হাওড়া-ভোপাল এক্সপ্রেসকে কিছুক্ষণের জন্য দাঁড় করিয়ে দেওয়া হয়। পরে লাইন পরীক্ষার পর ট্রেনগুলিকে ধীরগতিতে চালানো হয়। ডাউন লাইনেও মুগমা স্টেশনে গর্ব এক্সপ্রেস, চিত্তরঞ্জনে ঝাঁঝা-আসানসোল মেমু প্যাসেঞ্জার, জামতাড়ায় তুফান ও মধুপুরে পূর্বা এক্সপ্রেসকে দাঁড় করিয়ে রাখা হয়। রেল সূত্রে জানা গিয়েছে, ধানবাদ থেকে সোমবার রাত সাড়ে ন’টায় হাওড়াগামী ব্ল্যাক ডায়মন্ড ছাড়বে। বাতিল হয়ে গিয়েছে হাতিয়া এক্সপ্রেস ও ডবলডেকার। |
|
|
|
|
|