টুকরো খবর |
জলের সঙ্কট, পঞ্চায়েত প্রধানকে ঘেরাও অন্ডালে
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
|
জলের দাবিতে বিক্ষোভ কাজোড়ায়। |
দীর্ঘদিন আগেই বিকল হয়ে গিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতরের নলকূপ। ব্যক্তিগত ও সরকারি কুয়োগুলিও শুকিয়ে গিয়েছে। মিলছে না ইসিএলের খনির জলও। সবমিলিয়ে জল সঙ্কট তীব্রতর হচ্ছে কাজোড়া রেলপাড় এলাকায়। এরই প্রতিকার চেয়ে সোমবার কাজোড়া পঞ্চায়েত প্রধানকে কার্যালয়ে ঘেরাও করে ও ইসিএলের পরিবহন বন্ধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের যুব কংগ্রেস সভাপতি হেমন্ত মিত্র জানান, বহুদিন ধরে জনস্বাস্থ্য কারিগরি দফতরের একটি মাত্র নলকূপ বিকল হয়ে পড়ে আছে। ফলে কুয়োর জলই ভরসা। তিনি জানান, ইসিএলের রিয়েল কাজোড়া কোলিয়ারির ভূগর্ভস্থ জল তাঁদের এলাকা দিয়ে বয়ে যেত। ওই জল মাটি চুঁইয়ে সংলগ্ন এলাকার কুয়ো গুলোয় ঢুকত। কিন্তু চারমাস হল ইসিএল ওই জল ফেলা বন্ধ করে দিয়েছে। ফলে শীতকাল শেষ হওয়ার আগেই সমস্ত কুয়ো শুকিয়ে গিয়েছে। বাধ্য হয়ে তাঁরা এ দিন গ্রাম প্রধান কার্যালয়ে ঘেরাও এবং ইসিএলের পরিবহন সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বন্ধ রেখে বিক্ষোভ দেখান। ইসিএল সূত্রে জানা গিয়েছে, অবিলম্বে ট্যাঙ্কারে জল নিয়ে গিয়ে প্রতিটি কুয়োয় ঢালার সিদ্ধান্ত হয়েছে। তার পরে ভূগর্ভস্থ জল আবার ফেলা যায় কি না তা খতিয়ে দেখা হবে।
|
ধস এলাকায় পৌঁছল জল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বারাবনির রসুনপুর লাগোয়া ধস কবলিত এলাকার। সোমবার থেকে ওই এলাকায় পানীয় জল সরবরাহ শুরু করা হয়েছে। রাস্তাঘাটও বেশ কিছুটা মেরামত করা হয়েছে। স্বাভাবিক হচ্ছে এলাকার জনজীবন। তবে এলাকার বাসিন্দাদের ক্ষোভ এখনও পুরোপুরি প্রশমিত হয়নি। স্থায়ী সমাধানের দাবিতে সোমবারও তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন। বাসিন্দাদের অভিযোগ, যে ভাবে বিকল্প রাস্তা তৈরি করা হচ্ছে তা বেশিদিন চলবে না। গত শুক্রবার বারাবনির রসুনপুর সংলগ্ন এলাকায় ধস নেমেছিল। ক্ষতিগ্রস্ত হয় এলাকার একমাত্র রাস্তাটি। দুমড়ে মুচড়ে যায় জলের পাইপ ও বিদ্যুতের খুঁটি। প্রায় বাহাত্তর ঘন্টা পার্শ্ববর্তী গ্রামগুলিতে জল ছিল না। যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছে এলাকাবাসী।
|
পুনর্বাসনের দাবি, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
গ্রামবাসীদের পুনর্বাসন ও ধস কবলিত এলাকা বালি দিয়ে ভরাট করার দাবিতে বিক্ষোভ দেখালেন সাঁকতোড়িয়া ভিলেজ কমিটির প্রায় দুশো গ্রামবাসী। সোমবার সাঁকতোড়িয়ার ইসিএলের সদর কার্যালয়ে বিক্ষোভ দেখান তাঁরা। কমিটির সহ-সম্পাদক বাচ্চু মুখোপাধ্যায়ের অভিযোগ, এলাকার ধস কবলিত অঞ্চলগুলি বালি দিয়ে ভরাট করা হচ্ছে না। ফলে প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিচ্ছে ও ধস নামছে। ইসিএলের সিএমডি এ দিন উপস্থিত না থাকায় গ্রামবাসীরা বিক্ষোভের শেষে কোনও আধিকারিকের সঙ্গে দেখা না করে ও ডেপুটেশন না দিয়েই ফিরে আসেন।
|
চাকরির দাবি
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
২০১০ সালে ছোড়া খোলামুখ খনির জন্য ৯৫ একর জমি অধিগ্রহণ করেছিল ইসিএল। সংস্থার নিয়মে ৪৭ জনকে চাকরি দেওয়ারও কথা ছিল। সেই মতো চার মাস আগে ৩৮ জনের কাছ থেকে আবেদনপত্র নেওয়া হয়। তাঁদের শারীরিক পরীক্ষাও হয়। কিন্তু তারপরেও কেউ চাকরি পাননি বলে অভিযোগ। সোমবার থেকে খনির উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন জমিহারারা। ইসিএল কর্তৃপক্ষ জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করা হবে।
|
শিক্ষাসামগ্রী দান
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
প্রায় দেড়শো জন দরিদ্র্য ছাত্রছাত্রীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দিল আসানসোলের এক মহিলাদের সমাজসেবী সংগঠন। সোমবার আসানসোলের ডিপোপাড়া এলাকায় তাঁরা এই কর্মসূচী পালন করেন। ওই ছাত্রছাত্রীদের জন্য একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরও আয়োজন করা হয়। এলাকার প্রায় ৪২ জন মহিলা এই সংগঠনকে গড়ে তুলেছেন। নারী দিবস উপলক্ষে তাঁরা এই কর্মসূচী পালন করলেন বলে জানিয়েছেন সংগঠনের সম্পাদিকা চিত্রা দাস।
|
দোকানে চুরি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
পরপর দুটি দোকানের টালি সরিয়ে ভিতরে ঢুকে বেশকিছু সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে রানিগঞ্জের নীলবস্তিতে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। |
|