দক্ষিণ দিনাজপুর
আসন নিয়ে রফা হয়নি বামেদের
ক্ষিণ বঙ্গে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পরেও দক্ষিণ দিনাজপুরে আসন বন্টন নিয়ে এখনও বামেদের মধ্যে সমঝোতা হয়নি। বাম শরিক সিপিএম এবং আরএসপির মতানৈক্যের মধ্যে নতুন করে সিপিআই বেশি আসন দাবি করেছে। প্রায় ৩ মাস ধরে বালুরঘাটে একাধিক বৈঠক করেও সমাধান সূত্র মেলেনি। ফ্রন্ট সূত্রের খবর, আগামী ২ জুন বালুরঘাটে ফের ফ্রন্টের বৈঠকের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা সিপিএম সম্পাদক মানবেশ চৌধুরী সাংবাদিকদের বলেন, “আলোচনা চলছে। আগামী ২ জুন ফ্রন্টের বৈঠকে সব ঠিক হয়ে যাবে।” সরকারি ঘোষণা মতো আগামী ৫ জুন থেকে প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হওয়ার কথা।
এই জেলায় সিপিএম, আরএসপি এবং সিপিআইতিন দলের বাম জোট আসন ভাগাভাগি নিয়ে গত ২৮ মার্চ বালুরঘাটের বৈঠকে সিপিআই ৩০টি আসন দাবি করে বসায় চূড়ান্ত সমঝোতা হয়নি বলে দলীয় সূত্রের খবর। আরএসপির জেতা বেশ কিছু আসন সিপিআই চেয়েছে বলে দলের তরফে দাবি করা হয়েছে। রাজ্য বামফ্রন্টের নির্ধারিত ২৩ মার্চের মধ্যে এ জেলায় ফ্রন্টগত ভাবে পঞ্চায়েতে আসন বন্টনের চুড়ান্ত তালিকা পেশ করার কথা ছিল। দলীয় সূত্রের খবর, জেলায় বামফ্রন্ট কমিটিতে ফরওয়ার্ড ব্লকের অবস্থান কার্যত গৌণ। সেই মতো সিপিএম, আরএসপি এবং সিপিআই তিন দল মিলে জোটবদ্ধভাবে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়ে চলতি মার্চের শুরুতে বৈঠক করে।
এর পরে আসন ভাগাভাগির প্রশ্নে গত ১৭ মার্চ প্রথম বৈঠকটি হয়। সিপিএম এবং আরএসপির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে অনৈক্য থেকে যায়। ফের সিপিএম এবং আরএসপি দু’দল মিলে গত ২৩ মার্চ বৈঠকে বসে। তাতেও বেশ কিছু আসন নিয়ে ঐকমত্য হয়নি। সিপিআইয়ের জেলা সম্পাদক অনিমেষ সাহা বলেন, “ফ্রন্টের স্বার্থে গ্রামপঞ্চায়েতে ২৫ টি এবং পঞ্চায়েত সমিতিতে ৫টি আসন চেয়ে বিবেচনার দাবি করা হয়েছে। তবে ফ্রন্টগতভাবে আমরা জোট করেই পঞ্চায়েতে লড়ব। এ নিয়ে আরএসপির সঙ্গে আলাদা করে আলোচনা চলছে।” আরএসপির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিমল সরকার বলেন, “সিপিআই বাড়তি কিছু আসন চেয়েছে। তার মধ্যে গতবারে আমাদের জেতা বালুরঘাটের দুটি গ্রাম পঞ্চায়েতের আসনও রয়েছে বিষয়টি আলোচনার স্তরে রয়েছে।”
দক্ষিণ দিনাজপুরে মোট ৬৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সিপিএমের ২৭টি এবং আরএসপির দখলে ২১টি রয়েছে। বাকি ১৭টির মধ্যে ৩টি কংগ্রেস, ১টি বিজেপি এবং বাকি ১৩টির মতো তৃণমূলের দখলে। গত ভোটে সিপিএমের সঙ্গে জোট করে সিপিআই গ্রাম পঞ্চায়েতে মাত্র ৪টি আসন পায়।
২০০৮-এর পঞ্চায়েত ভোটে জেলায় সিপিএম-আরএসপি আলাদা লড়েছিল। বেশ কিছু আসন ফ্রন্টের ভোট ভাগাভাগিতে তৃণমূল পায়। দ্বিতীয় স্থান পায় সিপিএম। কিন্তু সাংগঠনিক শক্তিতে সেখানে এখনও আরএসপি এগিয়ে। এই বাস্তবতার নিরিখে ওই আসন আরএসপি দাবি করছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মত। একই তথ্য রেখে সিপিএম আরএসপির এলাকায় আসন দাবি করেছে। আরএসপির জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরী বলেন, “জেলায় বামফ্রন্টগতভাবে জোট করেই পঞ্চায়েতে লড়াই হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.