যুবকের নলি কাটা দেহ
নিজস্ব সংবাদদাতা • আদ্রা |
জঙ্গলের মধ্যে থেকে যুবকের গলাকাটা দেহ উদ্ধার হল। ওই যুবকের নাম নীলকন্ঠ বাউরি (৩৫)। বাড়ি কাশীপুর থানার কেলিয়াথোল গ্রামে। মঙ্গলবার আদ্রা-রঘুনাথপুর রাস্তার পাশে আদ্রার অদূরে শ্মশানের কাছের জঙ্গল থেকে দেহটি উদ্ধার হয়। ওই যুবক খুন হয়েছেন বলে পুলিশের ধারণা। নীলকন্ঠ সোমবার সকালে ঠেলা নিয়ে কেলিয়াথোলের বাড়ি থেকে বেরিয়েছিলেন। আদ্রায় তিনি ঠেলাচালকের কাজ করতেন। রাতে বাড়িতে ফেরেননি। এ দিন সকালে বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে। মৃতের স্ত্রী দানুদেবী রঘুনাথপুর থানায় স্বামীকে খুনের অভিযোগ দায়ের করেছেন। রঘুনাথপুরের এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় জানান, গলার নলি কেটে খুন করা হয়েছে ওই যুবককে। তবে খুনের কারণ স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে একটি ব্লেড পাওয়া গেলেও পুলিশ নিশ্চিত, ব্লেড নয় অন্য কোনও বড় ধারালো অস্ত্র দিয়ে গলারপ নলি কাটা হয়েছে। এসডিপিও বলেন, “ওই নির্দিষ্ট করে কারও বিরুদ্ধে অভিযোগ হয়নি। তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে।”
|
দুই দুষ্কৃতী গ্রেফতার পাড়ায়
নিজস্ব সংবাদদাতা • পাড়া |
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বারুদ আনসারি ও জামশেদের বাড়ি পুরুলিয়ার পাড়া থানার লিপানিয়া গ্রামে। মঙ্গলবার দু’জনকে পলাশকুড়া জঙ্গল থেকে পুলিশ ধরে। উদ্ধার হয়েছে একটি পাইপগান। পুলিশ সূত্রের খবর, বারুদ ও জামশেদ দাগী দুষ্কৃতী। তাদের বিরুদ্ধে পুরুলিয়ার বিভিন্ন থানায় একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বারুদ সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছিল। সম্প্রতি পাড়া থানার তেঁতুলহেটি গ্রামের কাছে একটি লরি থেকে চার দুষ্কৃতী লক্ষাধিক টাকা লুঠ করে। পুলিশ সোমবার ওই ঘটনায় রঘুনাথপুরের চেলিয়ামার বাসিন্দা কালাচাঁদ মাহাতো ও পাড়ার মঙ্গল মাঝি নামে দুই দুষ্কৃতীকে ধরেছিল। ওই ঘটনাতেও বারুদ ও জামশেদ জড়িত বলে পুলিশ জেনেছে। |