|
|
|
|
সংশোধনাগারের সব পরীক্ষার্থীই উত্তীর্ণ |
আঁধারে থেকেও মাধ্যমিকে উজ্জ্বল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
একেবারে একশোয় একশো!
কোনও বিষয়ে প্রাপ্ত নম্বর নয়, মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এ বার মাধ্যমিক দেওয়া পরীক্ষার্থীদের পাশের হার এটাই। ২৯ জন পরীক্ষার্থীর সকলেই ভাল ভাবে পাশ করে গিয়েছেন। সংশোধনাগারে তাই খুশির হাওয়া। মেদিনীপুর সংশোধনাগারের ওয়েলফেয়ার অফিসার মহুয়া বাগচি মিত্র বলেন, “সকলেই খুব খুশি। যাঁরা পরীক্ষা দিয়েছিলেন, সকলে উত্তীর্ণ হয়েছেন।”
যে ২৯ জন বন্দি এ বার মাধ্যমিক দিয়েছিলেন, তাদের মধ্যে ২০ জন সাজাপ্রাপ্ত বন্দি। বাকি ৯ জন বিচারাধীন। বিচারাধীনদের মধ্যে ৮ জনকে আবার মাওবাদী সন্দেহে গ্রেফতার করা হয়েছে। সংশোধনাগারের পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন দেবব্রত মণ্ডল, ৪৩১। তাঁর সাত বছর কারাদণ্ডের নির্দেশ রয়েছে। দ্বিতীয় বিভাগে পাশ করেছেন ১৮ জন।
গত কয়েক বছর ধরেই ওঁদের জীবনটা কারাগারের অন্তরালে কাটছে। পরিবার-পরিজনদের অনেক দূরে। তারমধ্যেই মাধ্যমিক পরীক্ষা দেওয়া। সংশোধনাগারের বন্দিদের বিভিন্ন সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া নতুন নয়। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারেও বন্দিদের একটি সাংস্কৃতিক দল রয়েছে। বন্দিরা মূলত ছৌনাচ করেন। বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। বন্দিদের অনুষ্ঠান প্রশংসা কুড়োয়। সাংস্কৃতিক-চর্চার পাশাপাশি বন্দিদের মধ্যে পড়াশোনার প্রতি উৎসাহ তৈরি করতেও উদ্যোগী হয়েছেন জেল কর্তৃপক্ষ। জেলের এক অফিসারের কথায়, “আমাদের আশা, আগামী বছর পরীক্ষার্থীরা আরও ভাল ফল করবে।” |
|
|
|
|
|