|
|
|
|
টুকরো খবর |
পদার্থবিদ্যা নিয়ে পড়তে চায় শ্রমণা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
শ্রমণা মণ্ডল।
নিজস্ব চিত্র। |
জঙ্গলমহলের গোয়ালতোড়ের শ্রমণা মণ্ডল এ বার মাধ্যমিকে জেলার অন্যতম কৃতী। গোয়ালতোড় বালিকা বিদ্যালয়ের এই ছাত্রীর প্রাপ্ত নম্বর ৬৬৩। এমন কোনও বিষয় নেই যাতে শ্রমণা ৯০ এর কম পেয়েছে। বাংলায় ৯০, ইংরেজি ৯২, ইতিহাস ৯৩, ভূগোল ৯৮, অঙ্ক ৯৯, পদার্থবিদ্যা ৯৬ ও জীবন বিজ্ঞান ৯৫। বাবা গৌতম মণ্ডল পিঁড়াকাটা হাইস্কুলের ইংরেজির শিক্ষক। মা মালা মণ্ডলও শিক্ষিকা। অঙ্ক ও পদার্থবিদ্যার জন্য গৃহ শিক্ষক থাকলেও বাকি বিষয়গুলি মা-বাবার কাছেই পড়ত শ্রমণা। প্রধান শিক্ষিকা রিনা চক্রবর্তীর কথায়, “শ্রমণা বুদ্ধিমতী। পড়াশুনো ছাড়াও গান, আবৃত্তি, ছবি আঁকায় ও সাফল্য পেয়েছে।” শ্রমণার কথায়, “পদার্থ বিজ্ঞান পড়তে ভীষণ ভাল লাগে। এই বিষয় নিয়ে যত দূর পারব পড়ব।” কিছু দিন আগেও মাওবাদীদের আধিপত্যে থাকা গোয়ালতোড় ছিল অশান্ত। প্রায়ই হামলার ঘটনা ঘটত। স্বভাবতই এমন অশান্ত জায়গা থেকে পড়াশুনো করে শ্রমণার এই সাফল্যে খুশি পরিবার-পরিজ এলাকাবাসী থেকে স্কুলের শিক্ষিকা, সকলেই।
|
বহিষ্কৃত তৃণমূল নেতারা কংগ্রেসে
নিজস্ব প্রতিবেদন |
পূর্বাভাস ছিলই। সেই মতো পিংলার বহিষ্কৃত দুই তৃণমূল নেতা গৌর ঘোড়ই ও মহম্মদ মহসিন দলবল নিয়ে কংগ্রেসে যোগ দিলেন। মঙ্গলবার কলকাতায় এসে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দেন তাঁরা। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য এবং সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়ার উপস্থিতিতেই সারা হয় ওই দলবদল। পিংলায় তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি গৌরবাবু বলেন, “ব্লকের বর্তমান সভাপতি দুর্নীতিতে ডুবে রয়েছেন। সেই অভিযোগ মুকুল রায়ের কাছে জানাতে গিয়েছিলাম। দুর্ব্যবহার পেলাম। দু’দিনের মাথায় দল থেকে বহিষ্কৃত হলাম। দুর্নীতির প্রতিবাদে এই পুরস্কার পেয়ে কংগ্রেসের যোগ দিলাম।” নতুন যোগ দেওয়া এই কর্মীরা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তাঁদের প্রার্থী করার জন্য কংগ্রেসের পিংলা ব্লক নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রদীপবাবু জানান। গৌরবাবুদের অভিযোগ মূলত পিংলার বর্তমান তৃণমূল ব্লক সভাপতি গৌতম জানার বিরুদ্ধে। কলকাতায় তৃণমূল ভবনে এসে স্বজনপোষণ, দুর্নীতি, তোলাবাজি-সহ একগুচ্ছ নালিশ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কে জানিয়েছিলেন তাঁরা। সেই ঘটনার তিন দিনের মাথায়, অভিযোগকারী দুই নেতাকেই বহিষ্কার করে দল। রাজনৈতিক মহলের মতে, এ ভাবে পঞ্চায়েত ভোটের আগে দলের বিক্ষুব্ধ গোষ্ঠীকে ‘বার্তা’ দিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পিংলাতে দীর্ঘ দিন ধরেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল চলছে। ডেবরা, নারায়ণগড়, কেশপুর-সহ জেলার অন্য ব্লকেও দ্বন্দ্বে জেরবার তৃণমূল।
পুরনো খবর: পিংলার বিক্ষুব্ধ দুই নেতাকে বহিষ্কার
|
ব্লক অফিসে বিক্ষোভ সিপিআইয়ের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর শিল্পতালুক গড়তে যাঁদের থেকে জমি নেওয়া হয়েছিল, তাঁদের পরিবারে একজন করে সদস্য এখনও চাকরি পাননি। বেশ কিছু জমি পড়েও রয়েছে। এই অবস্থায় ওই পরিবারগুলিকে পেনশন দেওয়া-সহ বেশ কিছু দাবি জানাল সিপিআই। মঙ্গলবার খড়্গপুর ১ ব্লকে মিছিল প্রথমে দলের কর্মী-সমর্থকেরা মিছিল করেন। চৌরঙ্গি থেকে শুরু হয় ওই মিছিল। পরে সতকুইতে পৌঁছয়। বিডিও অফিসের সামনে বিক্ষোভের সঙ্গে ডেপুটেশনও দেওয়া হয়। নেতৃত্ব দেন সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা, জেলা নেতা বিপ্লব ভট্ট, মিহির পাহাড়ি প্রমুখ। সিপিআইয়ের জেলা সম্পাদক বলেন, “বর্তমান সরকারের আমলে শিল্প মুখ থুবড়ে পড়েছে। একের পর এক কলকারখানা বন্ধ হচ্ছে। শিল্পতালুকে বহু জমি অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে। দাবিপূরণ না হলে জমিহারাদের নিয়ে আমাদের আন্দোলন চলবে।”
|
ভর্তির সহায়িকা এসএফআইয়ের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সদ্য মাধ্যমিকের ফল বেরিয়েছে। এ বার একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। কিন্তু, মেদিনীপুর শহরের কোন স্কুলে কতগুলো আসন রয়েছে, সেখানে কোন বিভাগ পড়ানো হয়, ভর্তি ফিই বা কত, তা অনেকেরই অজানা। এই সব তথ্য মাধ্যমিক উত্তীর্ণদের কাছে পৌঁছে দিতেই পুস্তিকা প্রকাশ করল এসএফআই। নাম ‘দিশারী’। এসএফআইয়ের মেদিনীপুর শহর জোনাল কমিটির উদ্যোগে এই পুস্তিকা প্রকাশ। যেখানে শহরের স্কুলগুলোর বিভিন্ন তথ্য রয়েছে। লেখা রয়েছে, কোন স্কুলে কোন কোন বিভাগ পড়ানো হয়, সেই সব বিভাগে আসন সংখ্যা কত প্রভৃতি। এসএফআইয়ের জোনাল সম্পাদক অসিত লৌহ এবং জোনাল সভাপতি সুব্রত চক্রবর্তীর কথায়, “মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সুবিধার্থেই পুস্তিকা প্রকাশ করা হয়েছে। আশা করি, এটি ছাত্রছাত্রীদের সহায়ক হবে। আমরা বিভিন্ন স্কুলে পুস্তিকাটি বিলিও করছি।”
|
আজ ফাইনাল ক্রিকেট লিগের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আইপিএলের ধাঁচে আন্তঃজেলা ক্রিকেট লিগ হচ্ছে মেদিনীপুরে। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই লিগে ১২টি দল যোগ দেয়। আজ, বুধবার তার ফাইনাল। প্রথমে ঠিক ছিল, ফাইনাল হবে ২৫ মে। পরে নির্ঘণ্ট পাল্টায়। বুধবার মাঠে থাকার কথা সিএবি’র দুই কর্তা সুবীর গঙ্গোপাধ্যায় এবং বিশ্বরূপ দে’র। ফাইনালে মুখোমুখি হবে গীতাঞ্জলি ক্লাব এবং বঙ্গশ্রী অ্যাথলেটিক ক্লাব। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আশিস চক্রবর্তীর কথায়, “প্রতিভা খুঁজতেই এই লিগ। এর ফলে জেলার প্রতিভাবান ক্রিকেটাররা নজরে আসবেন। তরুণ প্রজন্ম মাঠমুখী হবে।” |
|
|
|
|
|