টুকরো খবর |
ঝাড়খণ্ডে অপহৃত বিজেপি নেতা খুন
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঝাড়খণ্ডের জঙ্গল থেকে উদ্ধার হল এক বিজেপি নেতার রক্তাক্ত দেহ। পুলিশ জানিয়েছে, মুক্তিপণের জন্য কয়েকদিন আগে তাঁকে অপহরণ করা হয়েছিল। এই ঘটনায় মাওবাদীদের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, নিহতের নাম রামনাগিনা প্রসাদ (৫০)। গুমলায় বিজেপি-র জেলা কমিটির সদস্য ছিলেন তিনি। আজ সকালে গুমলার চৈনপুর থানা এলাকায় শঙ্খ নদীর কাছের জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। ঘটনার প্রতিবাদে আজ চৈনপুরে বন্ধ ডেকেছিল বিজেপি। পুলিশ জানায়, রেশন ডিলারও ছিলেন রামনাগিনা। শনিবার রাতে তাঁকে অপহরণ করেছিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। তদন্তকারীরা জানান, মেয়েকে নিয়ে গাড়িতে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। ডুমরির কাছে তাঁদের পথ আটকায় দুষ্কৃতীরা। বিজেপি-র ওই নেতাকে অন্য একটি গাড়িতে তুলে তারা চম্পট দেয়। পুলিশ সূত্রের খবর, অপহরণের কিছুক্ষণ পরই তাঁর বাড়িতে পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ফোন করেছিল দুষ্কৃতীরা। বিপদের আশঙ্কায় তখন পুলিশকে খবর দেননি পরিজনরা। মুক্তিপণ নিয়ে তাঁরা দর কষাকষি চালান। শেষ পর্যন্ত দু’ লক্ষ টাকায় রফা হয়। অপহৃতের পরিবারের দাবি, সোমবার সন্ধ্যায় চৈনপুর থানা এলাকায় শঙ্খ নদীর কাছেই মুক্তিপণের টাকা দুষ্কৃতীদের দেওয়া হয়েছিল। গুমলা জেলা পুলিশ জানিয়েছে, মুক্তিপণ দেওয়ার পরও রামনাগিনা ছাড়া না-পাওয়ায় থানায় খবর দেওয়া হয়। আজ শঙ্খ নদীর ধারেই তাঁর দেহ উদ্ধার হয়। সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
|
নেতাদের নিরাপত্তা নিয়ে বার্তা দিল্লির
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ছত্তীসগঢ়ে মাওবাদী হামলার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-সহ সমস্ত রাজনৈতিক নেতার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার দিল্লি থেকে এই বার্তা পৌঁছেছে মহাকরণে। রাজ্য প্রশাসনের এক কর্তা বলেন, “পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে। জেলার রাজনৈতিক নেতাদের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বীরেন্দ্রর সঙ্গে তাঁরা যেন প্রতি মুহূর্তে যোগাযোগ রাখেন।” ভিআইপিদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি দেখার জন্য রাজ্য স্তরে একটি নিরাপত্তা পর্যালোচনা কমিটি আছে। নিরাপত্তা অধিকর্তা তার সদস্য-সচিব। জেলার এসপিদের পাঠানো তথ্য নিয়ে প্রতি তিন মাস অন্তর বৈঠক করে এই কমিটি। এক পুলিশকর্তা বলেন, “রাজ্যে ১,৬৯৮ জন ভিআইপির নিরাপত্তায় ২,৯৫২ জন রক্ষী বরাদ্দ করেছে সরকার। মাওবাদীদের দৌরাত্ম্য কমায় জঙ্গলমহলের অনেক নেতার দেহরক্ষী ফেরত নেওয়া হয়েছিল। ছত্তীসগঢ়ের ঘটনার পরে তাঁদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজতে উদ্যোগী হয়েছে প্রশাসন।”
|
জামিন পেলেন অ্যামওয়ে কর্তারা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চিট ফান্ড আইনে গ্রেফতার হওয়ার একদিনের মধ্যেই জামিন পেলেন অ্যামওয়ে ইন্ডিয়া-র চেয়ারম্যান ও সিইও উইলিয়াম এস পিঙ্কনি। ধৃত দুই ডিরেক্টর সঞ্জয় মলহোত্র এবং অংশু বুধরাজও মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন বলে অ্যামওয়ের বিবৃতিতে জানানো হয়েছে। এ দিন ওয়েআনদ জেলা আদালত সংস্থার এই তিন কর্তার জামিন মঞ্জুর করে। অ্যামওয়ে ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ একটি অভিযোগের ভুল অর্থ ধরে ‘প্রাইজ চিট্স অ্যান্ড মানি সার্কুলেশন স্কিম (নিষিদ্ধকরণ) আইন’ ভাঙার অভিযোগে তিন কর্তাকে গ্রেফতার করা হয়। এ ধরনের হঠকারী সিদ্ধান্ত অর্থহীন। এবং বিদেশি লগ্নির গন্তব্য হিসেবে ভারতের ভাবমূর্তিই এতে ক্ষুণ্ণ হবে।
|
পুরনো খবর: অ্যামওয়ে ইন্ডিয়া কর্তা চিট ফান্ড আইনে ধৃত |
দুই কিশোরী খুন দেওঘরে
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
দুই কিশোরীকে ধর্ষণ করে খুন করার অভিযোগকে কেন্দ্র করে আজ তুমুল উত্তেজনা ছড়াল দেওঘরের জসিডিতে। পুলিশ জানায়, দেওঘরের অরবিন্দ স্কুলের ছাত্রী অর্পিতা কুমারী এবং চাঁদনি কুমারী থাকত ডাবরগ্রাম পুলিশ আবাসনে। অষ্টম শ্রেণির ছাত্রী অর্পিতার বাবা জামশেদপুরের একটি থানার কনস্টেবল। চাঁদনি পড়ত ষষ্ঠ শ্রেণিতে। তার বাবা চাইবাসার পুলিশকর্মী। দেওঘরের পুলিশ সুপার রঞ্জিৎ প্রসাদ জানান, রবিবার সন্ধ্যায় দুই বান্ধবী রাস্তায় বের হয়েছিল। তারপর থেকেই তারা নিখোঁজ ছিল। সোমবার জসিডি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ওই রাতেই পুলিশ আবাসনের কাছে একটি পুকুরের পাশ থেকে তাদের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, দুই কিশোরীকেই ধর্ষণ করে খুন করা হয়েছে। দেহগুলি ময়না তদন্তে পাঠানো হয়েছে। দোষীদের গ্রেফতার করার দাবিতে আজ দুপুরে ঘন্টাচারেক রাস্তা অবরোধ করেন পুলিশ আবাসনের বাসিন্দারা।
|
আত্মঘাতী অর্থলগ্নি সংস্থার এজেন্ট
সংবাদসংস্থা • বালেশ্বর (ওড়িশা) |
চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন বেসরকারি অর্থলগ্নি সংস্থার এক এজেন্ট। গতকাল ওড়িশার বালেশ্বরের নীলগিরি এলাকায় ঘটনাটি ঘটে। রেল পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম অভিমন্যু নায়েক (৩৫)। বেসরকারি একটি অর্থলগ্নি সংস্থার এজেন্ট ছিলেন অভিমন্যু। সম্প্রতি, ওই সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। সেটি বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকেই তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান, তার জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন।
|
দশমের ফল
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সিবিএসই বোর্ডের দশম শ্রেণির ফল প্রকাশ হবে ৩০ মে। সকাল ১০ টার সময় ফল ঘোষণা করা হবে। দিল্লির বাসিন্দারা ২৪৩০-০৬৯৯ নম্বরে এবং দেশের অন্যান্য প্রান্তের বাসিন্দারা ০১১-২৪৩০-০৬৯৯ নম্বরে ফোন করে ফলাফল জানতে পারবেন। www.results.nic.in, www.cbseresults.nic.in এবং www.cbse.nic.in ওয়েবসাইটগুলি থেকে ফল জানতে পারবে স্কুলগুলি।
|
বাজ পড়ে মৃত ৬
সংবাদসংস্থা • নওয়াদা (বিহার) |
বিহারের নওয়াদায় বাজ পড়ে মৃত্যু হল ছ’জনের। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় পাকরিবড়ওয়ান, ওয়ারসালিগঞ্জ এবং আকবরপুরে প্রচণ্ড বজ্রপাত হয়। তিনটি জায়গাতেই দু’জন করে লোক মারা যান। |
|