উত্তরবঙ্গে ভারী শিল্প গড়ে তোলার জন্য শিল্পদ্যোগীদের আহ্বান জানালেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার শিলিগুড়িতে একটি হোটেলে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-র ডাকা বৈঠকে যোগ দেন শিল্পমন্ত্রী। সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব উপস্থিত ছিলেন। শিল্পমন্ত্রী বলেন, “উত্তরবঙ্গে শিল্পের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। উত্তরের ছয় জেলাকে ঘিরেই আমরা সে উদ্যোগ নিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সে উদ্যোগের কথা একাধিক বার জানিয়েছেন। হাওড়া, হুগলি, দুর্গাপুর, আসানসোলের পর উত্তরবঙ্গকে আমরা শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর। সে ব্যপারে শিল্পদ্যোগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছি।”
তিনি জানান, কোথাও শিল্প তৈরির কাজে কোনওরকম সমস্যা হলে শিল্পদ্যোগীদের তা সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে জানাতে বলেছেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, “উত্তরবঙ্গে জমি নিয়ে কোনও সমস্যা নেই। অন্য কোনও সমস্যা কোথাও শিল্প তৈরিতে বাধা হতে পারবে না। আমাদের কানে অভিযোগ পৌঁছলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি এদিন আরও জানান, বানারহাটে ‘ইন্ড্রাস্ট্রি হাব’ বানানোর জন্য ইতিমধ্যে ১৮০ বিঘা জমি নিয়েছে রাজ্য সরকার। সেখানে টি পার্ক সহ একাধিক শিল্প গড়ে তোলা হবে। খুব দ্রুত তার কাজ শুরু হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। |
শিলিগুড়িতে বৈঠকে শিল্পমন্ত্রী। মঙ্গলবার বিশ্বরূপ বসাকের তোলা ছবি। |
এ ছাড়া কোচবিহারে পাটকে ঘিরে একাধিক শিল্প তৈরির ব্যপারেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান। পাট নিয়ে কোচবিহারে একটি রিসার্চ সেন্টার এবং ডিজাইন সেন্টার তৈরি করা হবে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী নিজেই ওই উদ্যোগ নিয়েছেন বলে শিল্পমন্ত্রী জানান। উত্তর-পূর্বের প্রবেশদ্বার শিলিগুড়িকে ঘিরেও একাধিক প্রকল্পে কাজ শুরু হয়েছে বলে মন্ত্রী দাবি করেন। তিনি জানান, শিলিগুড়িতে আইটি হাব, টি পার্কের কাজ চলছে। সেগুলি বর্তমান কাজকর্ম নিয়ে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানান।
কী ধরণের শিল্প উত্তরবঙ্গে হতে পারে? সে বিষয়েও এ দিন একটি চিত্র শিল্পদ্যোগীদের সামনে তুলে ধরেন শিল্পমন্ত্রী। তিনি জানান, উত্তরবঙ্গে ইলেকট্রনিক্স, বিভিন্ন জিনিস তৈরি, চা শিল্প, পর্যটন, পাট ইন্ড্রাস্ট্রি , ফুড প্রসেসিং কারখানা, সিমেন্ট কারখানা তৈরির সম্ভাবনা রয়েছে। সেগুলির উপরে প্রস্তাব থাকলে তা শিল্পদ্যোগীদের দিতে বলেছেন তিনি। আজ, বুধবার সকালে সিআইআইয়ের শিলিগুড়ির সেবক রোডে আরেকটি বৈঠকে যোগ দিতে পারেন শিল্পমন্ত্রী। |