কয়লার দাম বাড়ায় কেন্দ্রকে দুষলেন মমতা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কয়লার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ফেসবুকে ফের কেন্দ্রের ইউপিএ সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন সেখানে বিষয়টির তীব্র নিন্দা করে মমতা লিখেছেন, “সরকারের এই পদক্ষেপ জনগণের স্বার্থবিরোধী। এতে বিদ্যুৎ, ইস্পাত, সিমেন্ট-সহ বিভিন্ন শিল্পের কাঁচা মালের খরচ বাড়বে। শেষ পর্যন্ত সেই বোঝা এসে চাপবে সাধারণ মানুষের উপরেই।” সোমবার সাধারণ মানের কয়লার দাম গড়ে ১০% বাড়ানোর কথা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া। মুখ্যমন্ত্রীর অভিযোগ, “আমি বলছি না, এটা সাম্প্রতিক কয়লা কেলেঙ্কারির সমতুল ঘটনা। তবে এই রকম ঔদ্ধত্যপূর্ণ সিদ্ধান্ত একটি লজ্জাজনক দুর্নীতিরই সামিল।”
|
ফের বাড়ল সূচক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফের উঠল সেনসেক্স। মঙ্গলবারের উত্থান ১৩০.০৫ পয়েন্ট। এবং এই নিয়ে টানা তিন দিনে ৪৮৬ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক ছিল ২০,১৬০.৮২ অঙ্কে। বিশেষজ্ঞদের মতে, বৃহস্পতিবার আগাম লেনদেনের সেট্লমেন্টের দিনে শেয়ার হস্তান্তর করতে লগ্নিকারীদের প্রস্তুতিই এর কারণ। হাতে শেয়ার না-থাকা সত্ত্বেও যে-সব লগ্নিকারী আগাম লেনদেনে শেয়ার বেচে রেখেছেন, তাঁদের অনেকেই এ দিন শেয়ার কিনতে থাকায় বাজার চাঙ্গা হয়। এই উত্থানে ইন্ধন জোগায় বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির শেয়ার ক্রয়ও।
|
নেসলে ইন্ডিয়ার এমডি হচ্ছেন। যোগ দেবেন অক্টোবরে। |