টুকরো খবর |
দখল তুলতে পথে হাজির ব্যবয়াসীরাই
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ফুটপাত দখলমুক্ত করার কাজে নামল ইসলামপুর শহর পথিপার্শ্বস্থ ব্যবসায়ী সমিতি। সোমবার থেকে সদস্যরা অভিযানে নামেন। ছয় মাস আগে পুরসভা-প্রশাসনের তরফে ৩১ নম্বর জাতীয় সড়ক লাগোয়া ফুটপাত দখল মুক্ত করা হয়। কয়েক দিনের মধ্যে ফের তা দখল হয়ে যায়। এর পরে নানা মহলে ফুটপাত ফিরিয়ে দেওয়ার দাবি ওঠে। কিন্তু পুরসভা ও প্রশাসনের কর্তাদের হেলদোল না দেখে সোমবার ফুটপাত দখল মুক্ত করার কাজে নামেন ব্যবসায়ীরা। এ দিন সংস্থার তরফে ফুটপাতের কিছুটা অংশ ফাঁকা করা হয়। ব্যবসায়ী সমিতির সম্পাদক সুভাষ চক্রবর্তী বলেন, “প্রতি সপ্তাহে অভিযান চলবে। এ দিন ফুটপাত ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে। অনেকে ছেড়ে দিয়েছেন। কেউ জোর করে বসে থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” এ দিন ব্যবসায়ীদের অভিযান দেখে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে কেন পুরসভা ও প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হল না? কেন একবার অভিযান চালিয়ে চুপ করে গেলেন? যদিও ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল বলেন, “ব্যাবসায়ী সমিতির সঙ্গে দুদিন আগে আলোচনায় বসেছিলাম। ব্যবসায়ী সমিতির তরফে বলা হয় নিজেরা উদ্যোগ নিয়ে ফুটপাত দখল মুক্ত করবে। ওঁরা তাই করছেন।” শহরের পেট চিরে গিয়েছে ৩১ নম্বর জাতীয় সড়ক। ব্যবসায়ীদের একাংশ সড়ক সংলগ্ন ফুটপাত দখল করে পসরা নিয়ে বসায় পথচারী চলাফেরা করতে পারে না বলে অভিযোগ। সেই সঙ্গে রয়েছে গাড়ি দৌরাত্ম্য। এ ভাবে ফুটপাত দখল হয়ে যাওয়ায় শহরে দুর্ঘটনা বেড়েছে।
|
ছাত্রীর দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
ঝুলন্ত দেহ মিলল এক ছাত্রীর। সোমবার কালিয়াচক থানার সিলামপুর বাবুপাড়ার ঘটনা। মৃতার নাম টিঙ্কি সাহা (১৫)। সে কালিয়াচক গার্লস হাইস্কুলে ছাত্রী ছিল। এ দিন তার মাধ্যমিকের ফল বেরোয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে তার ঘর থেকেই দেহ উদ্ধার হয়। |
|