|
|
|
|
বিক্ষোভ-অবস্থানে মৌসম |
কর্মীদের নামে মিথ্যা মামলা, পুলিশি হেনস্থার প্রতিবাদ |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, পুলিশি হেনস্থার প্রতিবাদে সোমবার মালদহ জেলাশাসকের দফতরের সামনে দলের বিধায়ক, কর্মীদের নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুর। সকাল ১১টা নাগাদ কংগ্রেস সাংসদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। তাঁরা প্রশাসনিক দফতরের সামনে মাটিতে বসেই স্লোগান দিতে শুরু করেন। অস্বস্তিতে পড়ে যান জেলা পুলিশ-প্রশাসনের কর্তারা। |
|
সোমবার মালদহ জেলাশাসকের দফতরের সামনে দলের বিধায়ক, কর্মীদের নিয়ে
বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুর। —নিজস্ব চিত্র। |
ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর জেলাশাসক আলোচনা করার জন্য অতিরিক্ত জেলাশাসককে সাংসদের সঙ্গে দেখা করতে পাঠান। পরে মৌসম জেলাশাসকের সঙ্গে দেখা করে তাঁকে অভিযোগ করেন, “পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জেলায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। পুলিশ তাদের না ধরে কংগ্রেসের নেতা কর্মীদের নামে মামলা করছে।” কংগ্রেস সাংসদ বলেন, “এই সন্ত্রাস, মিথ্যা মামলা বন্ধ না হলে জেলা জুড়ে আন্দোলন হবে। প্রশাসনকে সাত দিন সময় দিয়েছি। কাজ না হলে রাস্তায় নামব।” অর্থলগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলাশাসকে বলা হয়েছে বলে সাংসদ জানিয়েছেন।
জেলাশাসককে কংগ্রেস বিধায়ক সমর মুখোপাধ্যায় বলেছেন, “আমি তৃণমূল কংগ্রেসের কথা না মানায় তৃণমূল পুলিশকে দিয়ে ছেলের বিরুদ্ধে খুনের মামলা রুজু করিয়েছে। ৮০ বছরের বৃদ্ধ এক কংগ্রেস কর্মীর বিরুদ্ধে পুলিশ তৃণমূল নেতাদের কথায় জামিন অযোগ্য মামলা রুজু করেছে। পুলিশের ভয়েই বৃদ্ধের অবস্থা খারাপ হয়েছে।
জেলাশাসক কিরণ কুমার গোদালা বলেন, “কংগ্রেস সাংসদর অভিযোগ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করব।” জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “পুলিশি হেনস্থা নিয়ে কেউ আমার কাছে কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই তা খতিয়ে দেখা হবে।” |
|
|
|
|
|