|
|
|
|
পুর কমিশনারকে ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মাস দুয়েক ধরে বিরোধী দলের কাউন্সিলরদের ওয়ার্ডগুলিতে উন্নয়ন কাজের দাবি জানিয়েছিলেন বামেরা। কিন্তু শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ সে ব্যাপারে কোনও সদুত্তর দিচ্ছেন না বা সমস্যা মেটাতে ব্যবস্থা নিচ্ছেন না অভিযোগ তুলে সোমবার পুর কমিশনারকে ৭ ঘন্টা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিরোধী বাম কাউন্সিলররা। অবশেষে মেয়র গঙ্গোত্রী দত্ত সমস্যা নিয়ে শুক্রবার বিরোধীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলে রাত ১০ টা নাগাদ ঘেরাও ওঠে।
পুর কমিশনার প্রভুদত্ত ডেভিড প্রধান বলেন, “মেয়রকে বিস্তারিত জানিয়েছি। যা বলার তিনিই বলবেন।” মেয়র জানান, সমস্যা নিয়ে আলোচনার জন্য বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলামকে বলেছি। সমস্ত ওয়ার্ডেও উন্নয়ন কাজের নিকে নজর দেওয়া হবে। |
|
পুর কমিশনারকে ঘেরাও বামেদের। সোমবার তোলা নিজস্ব চিত্র। |
পুরসভারই একটি সূত্র জানিয়েছে, বাজেট পাস নিয়ে বিতর্কের জেরে রাজ্য সরকার থেকে পুর কমিশনারকে জানানো হয়েছিল ১৬ টি জরুরি পরিষেবা ছাড়া এই পরিস্থিতিতে অন্য কোনও কাজ করা যাবে না। তার জেরেই বিভিন্ন কাজে কাউন্সিলর তহবিলের টাকা খরচ-সহ বিভিন্ন উন্নয়ন কাজ ব্যাহত হয়। বামেদের অভিযোগ, তাদের ১৭টি ওয়ার্ডে বিভিন্ন কাজের টেন্ডার কয়েক মাস করেই ডাকা হচ্ছে না। এ দিন পুর কমিশনারের কাছে তাই এ ব্যাপারে লিখিত আশ্বাস দাবি করে তাঁকে ঘেরাও করেন বাম কাউন্সিলররা। পুর কমিশনার অবশ্য লিখিত আশ্বাস দিতে পারবেন না বলে জানান। রাত পর্যন্ত ঘেরাও আন্দোলন চলতে থাকায় বিরোধীদের বোঝাতে সচেষ্ট হন পূর্ত বিভাগের মেয়র পারিষদ সুজয় ঘটক। তাঁর দাবি, নতুন ৬৬ কাজের ডেন্টার ডাকা হয়েছে। তার মধ্যে ২৫টি কাজই বিরোধীদের ওয়ার্ডে। তা তাদের বুঝিয়েছি। বিরোধীদের পক্ষেও দাবি করা হয়, সামনে বর্ষা। তার পর পঞ্চায়েত ভোট। এখনই ওয়ার্ডের রাস্তাঘাট-সহ নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগ না নিয়ে পুর পরিষেবা ব্যহত হয়ে পড়বে।
বিরোধী দলনেতা নুরুল ইসলাম বলেন, “কাউন্সিলর হতবিলের টাকা মিলছে না। বিরোধীদের ওয়ার্ডে কাজ হচ্ছে না। ট্রেড লাইসেন্স-সহ বিভিন্ন ফর্মের দাম বাড়ানো হয়েছে। সমস্যা মেটাতে বারবার দাবি জানানো হলেও কাজ হচ্ছে না। তাই এ দিন পুর কমিশনারকে ঘেরাও হয়েছে।” এদিন বেলা ৩টা থেকে পুর কমিশনারকে দফতরে ঘেরাও করে রাখেন ১৭ জন বাম কাউন্সিলর। পরে মেয়র আশ্বাস দিলে তারা ঘেরাও তুলে নেন বলে জানান। তবে আলোচনায় প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বামেরা। |
|
|
|
|
|