আয়ের টোপে টাকা হাতিয়ে পালাল সংস্থা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শেয়ার কেনাবেচার প্রশিক্ষণ দেওয়া এবং সে ক্ষেত্রে মোটা টাকা রোজগারের টোপ দিয়ে প্রায় ২৫ কোটি টাকা হাতিয়ে পালিয়েছে বলে অভিযোগ উঠল একটি সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে। সোমবার শিলিগুড়ির আশ্রমপাড়ার সারদামণি রোডে যে ভাড়া বাড়িতে ওই সংস্থার কার্যালয় ছিল তার সামনে বিক্ষোভ দেখান কয়েকশো বাসিন্দা। বিক্ষোভকারীরা পরে শিলিগুড়ি থানায় একটি অভিযোগও দায়ের করেন। মামলাও করেছেন একাংশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ সেটির নাম প্রফিটাস এডুকেয়ার প্রাইভেট লিমিটেড। সংস্থার কর্মকর্তারা পালিয়েছেন বলে অভিযোগ। তাদের পাঁচ জনের নাম করে অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্তদের মোবাইল বন্ধ। সকলের বাড়ি ডায়মণ্ডহারবারে বলে অভিযোগকারীদের দাবি। শিলিগুড়ি পুলিশের ডিসি ওজি পাল জানান, “অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।” গত ২৯ এপ্রিল শিলিগুড়ি আদালতে ওই সংস্থার বিরুদ্ধে একটি চুক্তিভঙ্গের মামলা দায়ের করা হয়। তারই ভিত্তিতে আদালতে হাজিরার একটি নোটিশ যায় তাদের অফিসে। সেই থেকে অফিস বন্ধ করে কর্মকর্তারা পালায় বলে অভিযোগ। আন্দোলনকারীদের দাবি, তাঁরা খোঁজ নিয়ে জেনেছেন উত্তরবঙ্গে প্রায় ৮ হাজার শিক্ষার্থী রয়েছে। সংস্থার কাজকর্ম বন্ধ হওয়ার মুখে যাঁরা নথিভুক্ত হয়েছিলেন তাদের অনেকেই কোনও ভাতা পাননি। প্রশিক্ষণের জন্য নথিভুক্ত হতে তারা যে টাকা দিয়েছেন তা ফেরত দেবার দাবি জানিয়েছেন।
|
অভাবে ছাত্র পড়িয়ে স্কুলের সেরা সৃষ্টি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জেলায় মেয়েদের মধ্যে সম্ভাব্য সেরা শিলিগুড়ি গার্লস হাই স্কুলের ছাত্রী সৃষ্টিমিত্র নিয়োগী। শক্তিগড়ের বাসিন্দা ওই ছাত্রী পেয়েছেন ৬৫৭ নম্বর। ক্লাসে প্রথম হওয়া ছাত্রীকে হারিয়ে সেই এ বার সেরা। ভবিষ্যতে চিকিত্সক বা ইঞ্জিনিয়র হতে চান না। তার ইচ্ছে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্য লাভ। আপাতত উচ্চ মাধ্যমিকের লক্ষ্য নিয়ে নিজের স্কুলেই পড়াশোনা করতে চায় সৃষ্টি। বাবা স্বপনবাবু পূর্ত দফতরের কর্মী। মা রূপা দেবী গৃহবধূ। মেয়েকে পড়াশোনার ব্যাপারে তারাও সব সময় উত্সাহ দিতেন। এ দিন মাকে নিয়েই স্কুলে রেজাল্ট আনতে গিয়েছিল সৃষ্টি। সৃষ্টি জানান, বছরের প্রথম থেকে সব বিষয়গুলি নিয়মিত পড়াশোনা করাটাই ভাল রেজাল্টের চাবিকাঠি বলে মনে করে সৃষ্টি। স্কুলের প্রধান শিক্ষিকা শেফালি সিংহ বলেন, “সৃষ্টি জেলার কৃতী ছাত্রীদের মধ্যে ভাল ফল করেছে।” সৃষ্টি ছাড়াও তাদের ৯০ শতাংশের উপরে নম্বর পেয়েছেন শিলিগুড়ি গার্লস স্কুলের ১৭ জন।
|
দুই ট্রাকের সংঘর্ষে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভিন রাজ্যের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর ট্রাক চালক এবং খালাসি। সোমবার দুপুরে কুমারগ্রামের গোয়াবাড়ি এলাকায় ৩১-সি জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ওয়াজেদ আলি (৩৪)। তার বাড়ি উত্তর প্রদেশের মজফফরনগর এলাকায়। আহতদের আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |