|
|
|
|
স্কুলে মারধরের অভিযোগ, আত্মঘাতী ছাত্র
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
স্কুলে বেঞ্চ ভাঙার অভিযোগে নবম শ্রেণির এক ছাত্রের অভিভাবকদের ডেকে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল। তাঁরা তা দিতে রাজি হওয়ার পরেও ছাত্রটিকে ক্লাসে ‘মারধর করায়’ আত্মঘাতী হয়েছে সে। সোমবার এমনই অভিযোগ উঠল জলপাইগুড়ি কোতোয়ালি থানার সেবাগ্রাম এলাকায়। স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের ওই ছাত্রের বাবা। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত
|
জয়দীপ মুখোপাধ্যায় |
জাভালগি বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হবে।” তিনি জানান, রাত পর্যন্ত অভিযুক্তদের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করতে পারেনি পুলিশ। সোমবার রাতে স্কুলের প্রধান শিক্ষকের বাড়ির সামনে বিক্ষোভও দেখান এলাকার বাসিন্দাদের একাংশ।
এ দিন দুপুরে বাড়িতেই নিজের প্যান্ট দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় জয়দীপ মুখোপাধ্যায়ের (১৪) ঝুলন্ত দেহ। তার বাবা, পেশায় ব্যবসায়ী দুলালবাবু জানান, গত ১৮ মে জয়দীপ-সহ তার চার সহপাঠী ক্লাসে যে বেঞ্চিতে বসেছিল, সেটি ভেঙে যায়। তাঁর দাবি, বেঞ্চি ভাঙার ক্ষতিপূরণ বাবদ স্কুল কর্তৃপক্ষ ৫ হাজার টাকা চান। এমনকী, জয়দীপকে স্কুল থেকে বহিষ্কারের হুমকিও দেওয়া হয়। দুলালবাবুর অভিযোগ, “আমরা ক্ষতিপূরণের টাকা দিতে রাজি হই। তার পরেও গত সপ্তাহে পর পর তিন দিন প্রথম পিরিয়ডে জয়দীপকে স্কুলে বেঞ্চি ভাঙার অপরাধে ডাস্টারের বাড়ি মারা হয়। মানসিক ভাবে ভেঙে পড়ে ও আত্মঘাতী হয়েছে।” তাঁর বক্তব্য, “আমরা স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছি। পুলিশ আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করে ব্যবস্থা নিক।”
এ দিন বহু চেষ্টা করেও স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর মোবাইল বন্ধ ছিল। পরিবারের দাবি, তিনি বাড়িতে ফেরেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষকের বক্তব্য, “অভিযোগের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা দেখা দরকার।” স্কুল পরিচালন সমিতির সম্পাদক স্বস্তিশোভন চৌধুরী বলেন, “আমরা ওই ছাত্রের মৃত্যুতে মর্মাহত। ওই অভিযোগের কথাও শুনেছি। সে ব্যাপারটা পুলিশ দেখুক। ওই ছাত্রের মৃত্যু নিয়ে পরিচালন সমিতির কাছে কোনও অভিযোগ এলে, অবশ্যই তা গুরুত্ব দিয়ে দেখা হবে।”
পরিবার সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে বাবার সঙ্গে খাওয়া-দাওয়া করে জয়দীপ। দুলালবাবু দোকানে যাওয়ার কিছুক্ষণ পরে ঘরে ছাত্রটির দেহ মেলে। আজ, মঙ্গলবার থেকে নবম শ্রেণিতে স্কুলের টেস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। |
|
|
|
|
|