নলকূপ বসানো নিয়ে অসন্তোষ হুড়ায়
নিজস্ব সংবাদাতা • হুড়া |
জনবসতির বদলে এক তৃণমূল নেতার জমির কাছে সিপিএম পরিচালিত পঞ্চায়েত নলকূপ বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এমনই অভিযোগ ওঠায় ক্ষোভ ছড়িয়েছে হুড়া ব্লকের তিলগোড়া গ্রামে। কিছু দিন আগে নলকূপ বসাতে আসা একটি গাড়ি আটকে বাসিন্দাদের একাংশ বিক্ষোভও দেখান। পুলিশ গিয়ে ওই কর্মীদের উদ্ধার করে। আদিবাসী অধ্যুষিত এই গ্রামের শশপাড়ায় পানীয় জলের অভাব নতুন নয়। স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছে একটি নলকূপ থাকলেও গ্রীষ্মকালে সরু জল পড়ে। বেশি ক্ষণ জলও পাওয়া যায় না। এই পাড়ার বাসিন্দা প্রাণকৃষ্ণ সরেন, সুভাষচন্দ্র সরেনদের অভিযোগ, “আমাদের পাড়া থেকে খানিকটা দূরে স্থানীয় এক তৃণমূল নেতার জমির কাছে পঞ্চায়েত থেকে নলকূপ বসানোর সিদ্ধান্ত নিয়েছে। অথচ সেখানে বসতি নেই। বৃষ্টিতে বা রাতে সেখান থেকে জল নিয়ে আসার অসুবিধাও রয়েছে। আমাদের পাড়ায় নলকূপটি বসানোর দাবি জানিয়েছি আমরা।” ওই তৃণমূল নেতা আঘনু মাণ্ডি বলেন, “পঞ্চায়েত ওই সিদ্ধান্ত নিয়েছে। আমার কোনও ভূমিকা নেই।” দলদলি পঞ্চায়েতের স্থানীয় সদস্য তৃণমূলের মতি সরেনের দাবি, “বৈঠক করে নলকূপ বসানোর জায়গা ঠিক করা হয়েছিল। তখন তো কেউ আপত্তি তোলেননি।” বাসিন্দাদের পাল্টা দাবি, তাঁদের না জানিয়েই ওই বৈঠক হয়েছিল। পঞ্চায়েত প্রধান সিপিএমের নারায়ণ মুদি বলেন, “এখন সিদ্ধান্ত বদল করে অন্য জায়গায় নলকূপ করতে গেলে নানা সমস্যা তৈরি হবে। কাজও ওঁরা বন্ধ করে দিয়েছেন। শীঘ্রই বাসিন্দাদের সঙ্গে এ নিয়ে আলোচনায় বসব।” হুড়ার বিডিও সুব্রত পালিত জানিয়েছেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
|
পাল্টা মিছিল
নিজস্ব সংবাদদাতা • বলরামপুর |
পুরুলিয়া জেলার প্রতিটি ব্লকের দরিদ্র মানুষের জন্য দু’টাকা কেজি চালের দাবি তুলে চার দিন আগে বলরামপুর থেকে পঞ্চায়েত নিবার্চনের প্রচার শুরু করেছিল কংগ্রেস। সোমবার সেখান থেকেই পাল্টা মিছিল করে প্রচার শুরু করল তৃণমূল। এ দিন তৃণমূল বলরামপুরে মিছিল ও পথসভা করে। এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো। কংগ্রেসের ‘পাল্টা’ বলে অবশ্য এই মিছিলকে মানতে চাননি তৃণমূল নেতৃত্ব। দিন দুয়েক আগে ঘাটবেড়ায় মাওবাদী পোস্টার পড়ার কথা উল্লেখ না করলেও শান্তিরামবাবু বলেন, “কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি এখানে ফের অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা শুরু করেছে। কিন্তু এলাকার মানুষ উন্নয়ন চান। সিপিএমকে পরাজিত করা এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত না দেওয়ার দাবিতেই এ দিন আমাদের মিছিল হয়েছে।”
|
মাঠে বধূর দেহ
নিজস্ব সংবাদদাতা • কাশীপুর |
মাঠ থেকে বধূর দেহ উদ্ধার হয়েছে কাশীপুরে। পুলিশ জানিয়েছে, ওই বধূর নাম মনজুড়া মাহাতো(৩২)। বাড়ি কাশীপুর থানার নারায়ণগড় গ্রামে। সোমবার সকালে গ্রামের বাইরের মাঠ থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। মৃত বধূর পরিবার স্বামীর বিরুদ্ধে মনজুরাকে খুনের অভিযোগ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রী একসঙ্গে মাঠে চাষের কাজে গিয়েছিলেন। সেই সময়ে দু’জনের মধ্যে বিবাদ বাধে। অভিযোগ, কোদাল দিয়ে কুপিয়ে মনজুড়াকে খুন করেন স্বামী মধুসূদন মাহাতো। ঘটনার পর থেকেই তিনি পলাতক বলে জানিয়েছে পুলিশ। চোদ্দো বছর আগে কাশীপুরের তিলাহিড় গ্রামের বাসিন্দা মনজুড়ার সঙ্গে বিয়ে হয়েছিল মধুসূদনের। ওই দম্পতির বছর তেরোর একটি ছেলে ও সাত বছরের একটি মেয়ে রয়েছে।
|
নজরুল জয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে যদুভট্ট মঞ্চে রবিবার বিষ্ণুপুর মহকুমা প্রশাসন ও মহকুমা তথ্য-সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে হয়ে গেল ‘কবি প্রণাম’। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে ‘শিশু সাহিত্যিক নজরুল’ বিষয়ে একটি আলোচনা সভা হয়। বিষ্ণুপুরের ‘নজরুল চর্চাকেন্দ্র’ এবং কেএম উচ্চ বিদ্যালয়ের সভাগৃহে আয়োজন হয় কটি প্রভাতি অনুষ্ঠানের।
|
মধুপুরে ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
মানবাজার থানার মধুপুর মাতৃসেবক সঙ্ঘ পরিচালিত দ্বিতীয় বর্ষের শ্যামল দে স্মৃতি নৈশ ক্রিকেট প্রতিযোগিতা হয়ে গেল। মোট ২৪টি দল যোগ দিয়েছিল। ফাইনাল ম্যাচে ৫ ওভারে গণেশগড়া ক্লাব ৪৩ রান তোলে। পরে ব্যাট করতে নেমে মধুপুরের জয় নিতাই গোষ্ঠী ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। |