টায়ার ফেটে যাত্রাশিল্পীদের মিনিট্রাক উল্টে যাওয়ায় মৃত্যু হল একজনের। জখম হলেন ১৭ জন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে বিষ্ণুপুর শহরের বাইপাস রাস্তায় গোপালপুরের কাছে। খবর পেয়ে পুলিশ গিয়ে চালক-সহ ১৮ জন আহত যাত্রীকে উদ্ধার করে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। তাঁদের মধ্যে এক জনকে চিকিৎসকেরা মৃত বলে জানান। মৃতের নাম মোহন দাস (৫৫)। বাড়ি বর্ধমান জেলার মাধবডিহি থানার মোহনপুর গ্রামে। |
যাত্রা দলের গাড়ি।—নিজস্ব চিত্র |
পরে আহত ১৫ জনকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় দু’জনকে। যাত্রাদলের ম্যানেজার অশোক মেটে বলেন, “আমাদের দলটি কামারপুকুরের। হুগলির তাজপুরে পালা সেরে আমরা বাঁকুড়ার মেজিয়ায় যাচ্ছিলাম। পথে টায়ার ফেটে মিনিট্রাকটি বেসামাল হয়ে রাস্তায় উল্টে যায়। দলের বিরাট ক্ষতি হয়ে গেল।” পুলিশ গাড়িটি আটক করেছে। অন্য দিকে, এ দিনই সকালে পুরুলিয়া-বাঁকুড়া (৬০-এ) জাতীয় সড়কের উপর পুরুলিয়া মফস্সল থানার ভাঙড়া ও সিংবাজার গ্রামের মাঝামাঝি এলাকায় ট্রেকার উল্টে পাঁচ জন আহত হন। পুলিশ জানিয়েছে, যাত্রীবোঝাই ট্রেকারটি জয়নগরের দিক থেকে পুরুলিয়া শহরের দিকে আসছিল। আহতদের পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |