বনগাঁর সেরা সৌরভ ক্রিকেটের ভক্ত
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
|
গ্রামের ছেলের গর্বিত বনগাঁর কুন্দিপুর গ্রামের মানুষ। এই গ্রামের ছেলে সৌরভ পাল এ বারের মাধ্যমিক পরীক্ষায় ৬৭০ নম্বর পেয়েছে। সোমবার ফল বেরোনোর পর থেকেই শুরু হয়েছে অভিনন্দনের পালা। প্রতিবেশীদের কাছেই জানা গেল, কুন্দিপুর থেকে সৌরভের আগে মাধ্যমিক পরীক্ষায় এত ভাল ফল আর কেউ করেনি। শুধু তাই নয়, বনগাঁ মহকুমার মধ্যেও সে সর্বোচ্চ নম্বর পেয়েছে। বনগাঁর গাঁড়াপোতা হাইস্কুলের ছাত্র সৌরভের কাছে অবশ্য স্কুলের প্রধান শিক্ষকের প্রত্যাশা ছিল আরও বেশি। প্রধান শিক্ষক মনতোষ মিত্র বললেন, “ওর কাছ থেকে আরও ভাল ফল আশা করেছিলাম।” |
সাফল্যে খুশির মিষ্টিমুখ। বাবা-মায়ের সঙ্গে সৌরভ।ছবি: পার্থসারথি নন্দী। |
উচ্চমাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়তে চায় সৌরভ। প্রিয় বিষয় অঙ্ক। ভবিষ্যতে চিকিত্সক হতে চাওয়া সৌরভের অবসর কাটে গোয়েন্দা গল্প পড়ে নয়তো ক্রিকেট খেলে। প্রিয় ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। প্রিয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ভৌতবিজ্ঞান ও অঙ্কে একশোয় একশো পাওয়া সৌরভ পরীক্ষার আগে পাঁচজন গৃহশিক্ষকের কাছে পড়েছে। বাবা শচীনবাবুর মুদিখানার দোকান। ছেলের এমন ফলে গর্বিত মা মহামায়া দেবী বলেন, “বড় হয়ে ও মানুষের সেবা করুক এটাই চাই।”
|
রাস্তা মেরামতির দাবি, হাসনাবাদে রাস্তা কেটে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • হাসনবাদ
|
পাকাপাকিভাবে রাস্তা মেরামতির দাবিতে পার হাসনাবাদ ও বাইলানি-বিশপুরের মধ্যবর্তী রাস্তা কেটে দফায় দফায় বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। বিক্ষোভে সামিল হল স্থানীয় মহিশপুর, চকপাটলি, বেনা, ধরমবেড়িয়া, বিশপুর গ্রামের বাসিন্দারা। এরফলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলির সঙ্গে হাসনাবাদের যোগাযোগ দীর্ঘক্ষণ বন্ধ থাকে। হাসনাবাদের বিডিও শ্যামলাল হালদার ও হিঙ্গলগঞ্জের বিডিও বিশ্বজিত্ বসু রাস্তার খারাপ অবস্থার কথা স্বীকার করে বলেন, “জেলা পরিষদকে লিখিতভাবে রাস্তাটি সারানোর অনুরোধ করা হয়েছে।”বিক্ষোভকারী ভবদীশ রায়, রাজু মৃধা, কাকলি মণ্ডলেরা বলেন, “রাস্তাটি গর্তে ভরে গিয়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।” স্থানীয় গাড়ি চালকদের অভিযোগ, খারাপ রাস্তা দিয়ে যাওয়ার জন্য ক্ষতি হচ্ছে গাড়ির।
মহকুমা প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, পার হাসনাবাদ থেকে বাইলানি-বিশপুরের মধ্যে ১৪ কিলোমিটার রাস্তার উপর নির্ভরশীল চকপাটলি ও বিশপুর পঞ্চায়েতের ২০-২২টি গ্রামের মানুষ। দীর্ঘদিন ধরেই ওই রাস্তার অবস্থা বেশ খারাপ। তার ভিতর স্থানীয় ঘূর্ণি এলাকা থেকে বাইলানি বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তার পিচ ও পাথর উঠে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঘটছে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাঝে মধ্যে ইট ফেলে রাস্তা সারানো হলেও স্থায়ী মেরামতি হয় না। বৃষ্টি হলে আরও খারাপ হয় অবস্থা।”
|
সিপিএম নেতাকে মার বালিতে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাওড়া সদর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের পোস্টার ও ফেস্টুন টাঙানোকে কেন্দ্র করে বচসার জেরে বালি পুরসভার চেয়ারম্যান পারিষদ, সিপিএমের প্রদীপ গঙ্গোপাধ্যায় এবং তাঁর মেয়েকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বালির চৈতলপাড়ায়। আঙুল উঠেছে তৃণমূলের এক দল কর্মী-সমর্থকের দিকে। প্রদীপবাবু বালির প্রাক্তন সিপিএম বিধায়ক কণিকা গঙ্গোপাধ্যায়ের স্বামী। রাতে তাঁদের বাড়ির সামনেই মারধরের ঘটনা ঘটে। কণিকাদেবী তখন বাড়িতেই ছিলেন। তবে তিনি বাইরে না-বেরোনোয় তাঁর আঘাত লাগেনি। তবে প্রদীপবাবু এবং তাঁর মেয়ের সঙ্গে সঙ্গে আহত হন আরও দুই সিপিএম-কর্মী। রাতেই বালি থানায় অভিযোগ করেন প্রদীপবাবু। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে এবং তাঁর মেয়েকে ছেড়ে দেওয়া হয়। বালি পুরসভার বিরোধী দলনেতা, তৃণমূলের রেয়াজ আহমেদ হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, এ-সবই মিথ্যে প্রচার। এ দিন বালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেই সভার পরে হারের আশঙ্কায় সিপিএম মিথ্যে প্রচার চালাচ্ছে।
|
ভাইকে খুনের অভিযোগে দাদা-ভাইপো গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • গোপালনগর
|
ভাইকে খুনের অভিযোগে দাদা ও দাদার ছেলেকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে গোপালনগর থানার হুদা গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম হরিদাস মজুমদার ও কার্তিক মজুমদার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, না জানিয়ে জামগাছের ডাল কেটে নেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, শনিবার দুপুরে দশরথ মজুমদার যখন নিজের খেতে কাজ করছিলেন তখন দাদা হরিদাস মজুমদার পরিবারের অন্যদের নিয়ে তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। রবিরার দুপুরে গোপালনগর হাসপাতালে মারা যান দশরথ মজুমদার। দশরথবাবুর স্ত্রী সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন গোপালনগর থানায়। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
|
তৃণমূল ছেড়ে কংগ্রেসে
নিজস্ব সংবাদদাতা • হিঙ্গলগঞ্জ |
পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে দলবদল। রবিবার হিঙ্গলগঞ্জ পুরাতন বাজারে কংগ্রেসের এক সভায় তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দিলেন শতাধিক কংগ্রেস কর্মী। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারন সম্পাদক অমিত মজুমদার। তিনি বলেন, “মানুষ তৃণমূলের কাজকর্মে অতিষ্ট হয়ে কংগ্রেসে যোগ দিচ্ছে।” যদিও বিষয়টি গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। |