|
|
|
|
খুশির জোয়ারেও মনমরা সৌভিক |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
চার বছর আগে মায়ের মৃত্যু মেনে নেওয়াটা সহজ ছিল না। মাধ্যমিকে পূর্ব মেদিনীপুর জেলার সম্ভাব্য প্রথম ও
|
সৌভিক জানা।
নিজস্ব চিত্র। |
রাজ্যে পঞ্চম হওয়ার পরেও তাই ভূপতিনগর থানার বড়বড়িয়া হাজরা বিদ্যাপীঠের ছাত্র সৌভিক জানার গলায় কোথাও যেন বিষাদের সুর। তার আক্ষেপ, “মা রেজাল্ট দেখে যেতে পারলেন না।” প্রাপ্ত ৬৭৬ নম্বরের মধ্যে বাংলায় পেয়েছে ৯৪, ইংরাজিতে ৯৫, ভৌতবিজ্ঞানে ১০০, অঙ্কে ৯৪, জীবন বিজ্ঞানে ৯৬, ভূগোলে ৯৫ ও ইতিহাসে ৯৫। প্রত্যন্ত এলাকার গ্রাম্য স্কুলের ছাত্র সৌভিকের কৃতিত্বে স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মীরা আনন্দিত, কিন্তু বিস্মিত নন। স্কুলের প্রধান শিক্ষক সহদেব মাইতিব বলেন, “বরাবর প্রথম হয়ে আসা সৌভিক যে ভাল রেজাল্ট করবে এমনটাই আশা করেছিলাম। পড়ার পাশাপাশি খেলাধুলো, ছবি আঁকাতেও পারদর্শী ও। সৌভিক জানায়, অবসর সময় কাটে ক্রিকেট খেলে আর ছবি এঁকে। রবীন্দ্রসংগীত শুনতে ভাল লাগে। প্রিয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বই পেলেও সময় কাটে বেশ। সৌভিকের কৃতিত্বে খুশি বাবা সুদর্শন জানা। পোড়াচিংড়া গোবর্ধন হাইস্কুলের শিক্ষক সুদশর্নবাবু আপ্লুত গলায় বলেন, “সৌভিক চিকিৎসক হতে চায়। সেই স্বপ্ন সত্যি হলে আর চাওয়ার কিছু নেই।” |
|
|
|
|
|