|
|
|
|
বাগানে থাকতে হলে ‘পাশ’ করতে হবে টোলগেকে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টোলগে ওজেবের পরের মরসুমে মোহনবাগানে টিঁকে থাকা আরও কঠিন হয়ে গেল?
করিম বেঞ্চারিফাও কি শেষ পর্যন্ত ওডাফা-নির্মলদের কোচ হয়ে থাকতে পারবেন?
সোমবার সল্টলেকে নিজের বাড়িতে মোহনবাগান কর্মসমিতির বৈঠকের পর সচিব অঞ্জন মিত্র বলে দিলেন, “যে সব ফুটবলার কুড়ি লাখ টাকার বেশি পাবেন তাদের প্রত্যেকের মেডিক্যাল পরীক্ষা করা হবে। তারপর তাদের নিয়ে সিদ্ধান্ত হবে। দু’একদিনের মধ্যেই তাদের পরীক্ষা শুরু হবে।” শুধু ময়দানে নয়, ভারতীয় ফুটবলে যা অভিনব। দু’একজন ফুটবলারের ক্ষেত্রে মেডিক্যাল পরীক্ষা নতুন নয়। কিন্তু এ ভাবে দল তৈরির আগেই সবার পরীক্ষা হয়নি। মোহন-সচিবের কথাতেই ইঙ্গিত, আনফিট টোলগেকে ফিটনেসের প্রমাণ দিয়ে টিঁকে থাকতে হবে। যা অস্ট্রেলীয় স্ট্রাইকারের পক্ষে এই মুহূর্তে কঠিন কাজ।
|
|
কিন্তু করিম বেঞ্চারিফার কী হবে? টোলগের মতো তাঁর সঙ্গেও তো দু’বছরের চুক্তি আছে বাগানের। তাঁকেও তো চুক্তির চেয়ে অনেক কম টাকায় খেলার প্রস্তাব দেওয়া হয়েছে ইতিমধ্যেই। মোহন-সচিব বলে দেন, “আমরা তো গত তিন বছর আই লিগে চ্যাম্পিয়ন হইনি। ফলে করিম কেন, কেউই টিমে অপরিহার্য নয়। আমাদের আর্থিক সমস্যা আছে। বাজেটের মধ্যেই টিম করতে হবে। দেখতে হবে সেই টাকার মধ্যে কাকে কাকে রাখা সম্ভব।” ক্লাব সূত্রের খবর, দু’একদিনের মধ্যেই ফুটবল সচিব-সহ কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন টুটু বসু-অঞ্জন মিত্ররা। সেখানে ফুটবলার ধরে ধরে টাকা ঠিক হবে। সে ক্ষেত্রে চুক্তিবদ্ধ ফুটবলারদেরও চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ টাকা কমানো হতে পারে। মোহন সচিব বললেন, “প্রেসিডেন্ট টুটু বসু স্পনসর প্রধান বিজয় মাল্যর সঙ্গে কথা বলেছেন। মাল্য কথা দিয়েছেন, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সম পরিমাণ অর্থ দেওয়া হবে।”
এখনও পর্যন্ত যা খবর তাতে ন’কোটি পঁচিশ লাখ টাকা করে দুই প্রধানকে দেবে ইউ বি। এর মধ্যে অনুশীলন-সহ সব খরচ ধরা আছে। অর্থাৎ কো স্পনসর না পেলে সাত কোটি টাকায় টিম তৈরি করতে হবে দুই প্রধানকে। সেই টাকায় দল গড়া কঠিন। সে জন্যই কর্মসমিতির সদস্যদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন মোহন-সচিব। শুধু তাই নয়, ক্লাবের সদস্য-সমর্থকদের কাছেও ঘুরিয়ে আর্থিক সাহায্য চাওয়া হবে। অঞ্জন বললেন, “দল গড়ার জন্য সবার সাহায্য চেয়েছি। সদস্য-সমর্থকদের কাছেও সব রকম সাহায্য চাইছি।” এ দিন কর্মসমিতির সভায় অনেকেই অসেননি। বিদেশে থাকায় অনুপস্থিত ছিলেন সহ সচিব সৃঞ্জয় বসু। আসেননি অর্থসচিব দেবাশিস দত্ত-সহ কমিটিতে থাকা রাজ্যের দুই মন্ত্রী। অসুস্থ মোহন-সচিব বলে দেন, “আগে বাজেট ঠিক করব। তারপর ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসব।” |
|
|
|
|
|