|
|
|
|
|
নতুন কোচের নাম ঘোষণা
ঝুলিয়ে রাখল লাল-হলুদ নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
ট্রেভর জেমস মর্গ্যানের জায়গায় ব্রাজিলের বিশ্বকাপার কোচ মার্কোস ফালোপার নাম চূড়ান্ত হয়ে গেলেও তা সরকারিভাবে ঘোষিত হল না। সিদ্ধান্ত ঝুলেই রইল।
স্পনসর ইউ বি-র প্রতিনিধির সঙ্গে সোমবার ইস্টবেঙ্গল কর্তাদের ম্যারাথন বৈঠকের পর বিশ্বের একশোটিরও বেশি দেশে ফিফার প্রতিনিধি-কোচ হয়ে ঘুরে বেড়ানো ফালোপার বয়স নিয়ে প্রশ্ন ওঠায় সাময়িক স্থগিত রইল সিদ্ধান্ত। বর্তমানে ব্রাজিলের ইউথ ডেভালপমেন্টের প্রধান হিসাবে কাজ করা ফালোপার বয়স ৬৪। এ বারের আই লিগ চ্যাম্পিয়ন হওয়া চার্চিল টিডি সুভাষ ভৌমিকের সমবয়সী। ব্রাজিলের কার্লোস পাহিরার বয়সও লাল-হলুদে কোচিং করার সময় ছিল ষাটের অনেক বেশি।
এ দিন লাল-হলুদ ক্লাব তাঁবুতে পরের মরসুমের কোচ ও বাজেট নিয়ে আলোচনায় বসেছিলেন ইস্টবেঙ্গলের সচিব কল্যাণ মজুমদার, ফুটবল-সচিব সন্তোষ ভট্টাচার্য, অন্যতম কর্তা দেবব্রত সরকার। ছিলেন ইউ বি পক্ষ থেকে অমিত সেন। সভার পর কল্যাণবাবু বললেন, “আমরা পাঁচ জন থেকে কমিয়ে তিন জন কোচকে মনোনীত করেছি। এদের মধ্যে থেকেই কাউকে বাছা হবে।”
লাল-হলুদ সচিবের তালিকায় এখন ব্রাজিলের ফালোপা ছাড়াও ফিনল্যান্ড ও ইউরোপের কোনও এক দেশের কোচ রয়েছে। শেষোক্ত জন ইউরোপের কোন দেশের তা অবশ্য বলেননি কল্যাণ। চতুর্থ একটি নামও এসেছে। যিনি আর্জেন্তিনার লোক। তবে যে নাম নিয়েই আলোচনা হোক ফালোপাই চূড়ান্ত হয়েছে বলে খবর। জানা গিয়েছে, তাঁর সঙ্গে টাকা-পয়সা ও চুক্তির ব্যাপারে পাকা কথা হয়ে গিয়েছে লাল-হলুদের। ক্লাব সভাপতি প্রণব দাশগুপ্ত বিদেশ থেকে ফিরলেই কোচের নাম ঘোষণা হয়ে যাবে।
কোচ ছাড়াও দুই বিদেশি উগা ওপারা-পেন ওরজিকে কত টাকা দেওয়া হবে তা নিয়ে আলোচনা হয়। গত বারের তুলনায় এই দুই বিদেশির টাকা কমছে। পেন-ওপারা যদি ক্লাবের শর্তে রাজি না হন ভাল, না হলে অন্য ভাবনা রয়েছে ক্লাবের। এছাড়া রবিন সিংহ, বলজিৎ সিংহ, রবার্ট সহ বেশ কিছু ফুটবলারের টাকা অনেকটাই কমানো হচ্ছে বলে খবর। যদি কম টাকায় তাঁরা খেলতে রাজি না হন সেক্ষেত্রে চুক্তিবদ্ধ ওই ফুটবলারদের ছেড়ে দেবে ইস্টবেঙ্গল। কারণ ইউবি বাজেট বাড়াচ্ছে না। পরের মরসুমে টিম করতে মোট নয় কোটি পঁচিশ লক্ষ টাকা দিচ্ছে তারা। শেষ মরসুমে বিভিন্ন কো-স্পনসরদের থেকে আরও পাঁচ কোটি টাকা পেয়েছিল ইস্টবেঙ্গল। এ বার সেরকম কেউ এখনও নেই। স্বভাবতই গত বারের মোট বাজেট পনেরো কোটির থেকে এ বারের বাজেট এক লাফে অনেকটাই কমে গেছে ইস্টবেঙ্গলের। স্বাভাবিকভাবেই ক্লাব কর্তারা চিন্তায়। তবে কোচের ক্ষেত্রে অনেক টাকা বাঁচাচ্ছেন লাল- হলুদ কর্তারা। মর্গ্যানের চেয়ে অনেক কম টাকায় মার্কোস ফালোপা লাল-হলুদে কোচিং করানোর জন্য চুক্তিবদ্ধ হতে চলেছেন।
|
|
|
|
|
|