|
|
|
|
চোখের জলে স্যান্টোসকে বিদায় জানালেন নেইমার
নিজস্ব প্রতিবেদন |
পরের মরসুমে ন্যু ক্যাম্পে মেসির পাশাপাশি খেলবেন তিনি। বার্সেলোনার ‘ভবিষ্যৎ’ বলেও স্প্যানিশ প্রচারমাধ্যম তকমা দেয় তাঁকে। কিন্তু ব্রাজিল ছেড়ে যাওয়ার আগে আবেগকে বশে রাখতে পারলেন না এই তরুণ। স্যান্টোসের হয়ে নিজের শেষ ম্যাচে কাঁদলেন নেইমার, কাঁদালেন সমর্থকদের। রবিবার স্যান্টোসের ১১ নম্বরকে ব্রাজিলিয়ান লিগে ফ্ল্যামেঙ্গোর বিরুদ্ধে শেষ বারের মতো ড্রিবল করতে দেখল সমর্থকরা। আগামী মরসুমে স্পেনে যতই ঝড় তুলুন এই ব্রাজিলিয়ান তরুণ, তাঁর মনে সম্ভবত স্যান্টোসের ছবি আঁকা থাকবে চিরকাল।
নিজের সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাকাউন্টে সে কথাই জানালেন নেইমার। “ধন্যবাদ জানাতে চাই স্যান্টোস সমর্থকদের। এই ক্লাবের জন্য আমার আবেগ কোনও দিন বদলাবে না। কঠিন সময়েও আমার পাশে থাকার জন্য ক্লাব কর্তাদের ধন্যবাদ জানাতে চাই,” বলেন নেইমার। সঙ্গে তিনি যোগ করেন, “সমর্থকদের বিদায় জানাতেই আজকের ম্যাচ আমি খেলতে চেয়েছিলাম। সারাজীবন আমি স্যান্টোসের সমর্থক থাকব।” |
|
এ দিন আবার স্প্যানিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, নেইমারকে সই করানোর দৌড়ে রিয়াল মাদ্রিদ থাকলেও ব্রাজিলিয়ান ফুটবলারের আপত্তিতেই কোনও রকম চুক্তি করা হয়নি রোনাল্ডোর দলের সঙ্গে। নেইমার সই করায় বার্সেলোনা আরও শক্তিশালী হবে, সে কথাই জানালেন কোচ টিটো ভিলানোভা। “নেইমারকে আমি শুভেচ্ছা জানাতে চাই বাসের্লোনায় সই করার জন্য। ধন্যবাদ জানাতে চাই ক্লাবের স্কাউটদের যারা নেইমারের মতো প্রতিভা বাছতে সাহায্য করেছে”, বলেন ভিলানোভা। কিন্তু ইব্রাহিমোভিচ উদাহারণ টেনে, নেইমারকে সই করানোর চরম বিরোধিতা করে বার্সা কিংবদন্তি জোহান ক্রুয়েফ জানালেন, “আমি হলে মেসি ও নেইমারকে একই দলে খেলাতাম না। অতীতের ভুলের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল,” বলেন ক্রুয়েফ।
২০০৯ সালে জ্লাতান ইব্রাহিমোভিচকেও বড় টাকা দিয়ে সই করিয়েছিল বার্সেলোনা। কিন্তু মেসির সঙ্গে জুটি তৈরি করতে পারেননি তিনি। ইব্রাহিমোভিচের মতো ভাগ্য নেইমারের কপালেও জুটবে কি না, তা সময়েই বলবে।
|
|
|
|
|
|