বদলে গেল ফেড কাপের নিয়মও
প্রত্যাশামতই আই লিগে বিদেশি খেলানোর নিয়ম বদলে গেল। সোমবার দিল্লিতে ফেডারেশনের জরুরি কমিটির বৈঠকে ঠিক হল, এখন থেকে আই লিগে বিদেশির সংখ্যা ৩+১ (একজন এশীয় কোটার) হবে। ক্লাবগুলি এক সঙ্গে খেলাতে পারবে চার বিদেশিকেই। আই লিগে বিদেশির সংখ্যা বাড়লেও আই লিগ টু-তে বিদেশির সংখ্য কমে গেল। তিন জন থেকে কমে দাঁড়াল একে। তবে, কলকাতা লিগে করে বিদেশি খেলানো যাবে দু’জন।
আই লিগের টিমের সংখ্যা বাড়ছে না। ১৪টি টিমই খেলবে। ফ্র্যাঞ্চাইজি দু’টি দলকে নেওয়া হচ্ছে। জিন্দাল গোষ্ঠীর জেএসডব্লুু (বেঙ্গালুরু) ও মুম্বই টাইগার্স (মুম্বই) আই লিগের প্রথম ডিভিসনে খেলার ছাড়পত্র পেল। খেলার জন্য দরপত্র দেওয়া কেরলের দলটির থেকে কয়েকটি ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাদের এ বছর খেলার সম্ভাবনা কম। মোট ১৪ দলকে দু’টি ভাগে খেলানো হবে। পূর্ব এবং পশ্চিম ভারত হিসাবে সাতটি দল নিজেদের মধ্যে প্রথমে হোম-অ্যাওয়ে খেলা হবে। এবং দুটো গ্রুপ থেকে চারটে দল মূলপর্বে খেলবে।
বিদেশি বাড়ানোর পাশাপাশি আরও একটি চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশেন। পরের মরসুম থেকে আই লিগের ক্লাবগুলো মোট ৩০ জন খেলোয়াড়কে নথিভুক্ত করাতে পারবে। যার মধ্যে ৫ জন খেলোয়াড় অনূর্ধ্ব-২৩ হতেই হবে। এই পাঁচ জনের মধ্যে দু’জন অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়কে ১৮ জনের দলে রাখতে হবে এবং অন্তত একজনকে প্রথম একাদশে খেলাতে হবে। মূলত প্রি-অলিম্পিকের দল তৈরির জন্যই এই সিদ্ধান্ত। আই লিগে নতুন আসা দল জেএসডব্লু ও মুম্বই টাইগার্স তিন বছর অবনমনের আওতায় পড়বে না। এই তিন বছর আই লিগ থেকে দু’টির বদলে একটি ক্লাব নেমে যাবে দ্বিতীয় ডিভিসনে ও একটি ক্লাব উঠবে দ্বিতীয় ডিভিসন থেকে।
এএফসি-র নিয়ম মেনে ২০১৫ জুনের মধ্যে আই লিগের প্রথম ডিভিসনে খেলা ক্লাবগুলিকে নিজেদের স্টেডিয়াম তৈরি করা শুরু করতে হবে। না হলে, অন্তত রাজ্যের কোনও মাঠকে অধিগ্রহণ করে ঢেলে সাজাতে হবে। এ দিকে দ্বিতীয় ডিভিসনের লিগে কোয়ালিফাইং রাউন্ড থাকবে এবং ক্লাবগুলিকে নিজেদের থাকা ও যাওয়ার খরচ বহন করতে হবে। ক্লাব লাইসেন্সিং শর্ত দ্বিতীয় ডিভিশনেও থাকবে। খরচ কমাতে অনূর্ধ-১৯ টুর্নামেন্টে খেলতে যাওয়া দলগুলিকে নিজেদের যাওয়া ও থাকার ব্যবস্থা নিজেদের খরচেই করতে হবে।
এ দিনের চমকপ্রদ আরও একটি বড় সিদ্ধান্ত হল, আই লিগের মতো ফেডারেশন কাপেরও পরিকাঠামো বদলে যাচ্ছে। ফেড কাপ আর এক জায়গায় হবে না। হবে হোম-অ্যাওয়ে নিয়মে। তবে পরের বার আই লিগ এবং ফেড কাপে পৈলান অ্যারোজের টিম থাকবে কি না তা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। তা নিয়ে আলোচনা চালাচ্ছে ফেডারেশন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.