|
|
|
|
টুকরো খবর |
কনফেডারেশন কাপে
কাসিয়াসেই ভরসা রাখছেন দেল বস্কি
নিজস্ব প্রতিবেদন |
তৈরি বিশ্ব। আর এক বছরের মধ্যেই বাজবে ব্রাজিল বিশ্বকাপের সানাই। আগামী জুন মাসে তারই প্রস্তুতি টুর্নামেন্ট ব্রাজিলে কনফেডারেশন কাপের জন্য ২৬ জন ফুটবলারের প্রাথমিক দল ঘোষণা করল বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন।
রিয়াল মাদ্রিদের প্রথম দল থেকে ব্রাত্য হয়েছিলেন তিনি। তাঁর জায়গায় দিয়েগো লোপেজকেই প্রথম দলের গোলকিপার করেছিলেন হোসে মোরিনহো। কিন্তু স্পেনের কনফেডারেশন কাপের দলে রইলেন বিশ্বকাপ ও ইউরোজয়ী স্পেন দলের অধিনায়ক ইকার কাসিয়াস। এই মরসুমে নিয়মিত ক্লাব ফুটবল না খেললেও আবার প্রমাণ হল যে এখনও কাসিয়াস স্পেন দলের অপরিহার্য অঙ্গ।
স্ট্রাইকারদের মধ্যে সবচেয়ে বড় চমক চেলসির ফের্নান্দো তোরেস। ধারাবাহিক ভাবে গোল করতে না পারলেও দলে রইলেন ‘এল নিনো’। তাঁর সঙ্গে আছেন ভ্যালেন্সিয়ার রবার্ট সোলডাডো ও বার্সেলোনার দাভিদ ভিয়া। আশা মতোই মিডফিল্ডারদের মধ্যে দলে সুযোগ পেলেন বায়ার্ন মিউনিখের জাভি মার্তিনেজ। এ ছাড়াও রয়েছেন বার্সেলোনা জুটি জাভি-ইনিয়েস্তা, আর্সেনালের সান্তি কাজোরলা, চেলসির খুয়ান মাতা ও রিয়ালের জাভি আলোন্সো। কার্লোস পুয়োল বাদ পড়লেও ডিফেন্ডারদের মধ্যে আছেন রিয়ালের আলভারো আর্বেলোয়া, রাউল অ্যালিবওল, সের্জিও র্যামোস ও বার্সেলোনার জেরার্ড পিকে, ইয়র্ডি অ্যালবা। লা লিগা শেষ হওয়ার পরে প্রাথমিক দল থেকে ফুটবলার ছাঁটাই করে চূড়ান্ত দল ঘোষণা করবেন দেল বস্কি।
|
২০১৯ বিশ্বকাপ ইংল্যান্ডে
সংবাদসংস্থা • লন্ডন |
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ২০১৯ বিশ্বকাপ আয়োজন করায় আজ সরকারি সিলমোহর পড়ে গেল। দুবাইয়ে আইসিসি ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার পাশাপাশি ঠিক হয় ২০১৯-এর জুন মাসে ১০টি কেন্দ্রে বিশ্বকাপ হবে। ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ আর ১৯৯৯-এ ইংল্যান্ড বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেয়েছিল। |
|
|
|
|
|