|
|
|
|
আজ সোমদেব-ফেডেরার লড়াই |
সেট খুইয়ে অভিযান শুরু নাদালের
নিজস্ব প্রতিবেদন |
বেশ ভালই হোঁচট খেলেন রাফায়েল নাদাল। তাও প্রথম রাউন্ডেই। যা সাত বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়নের এক দশকের গ্র্যান্ড স্লাম কেরিয়ারে কখনও হয়নি। সোমবার রোলাঁ গারোয় প্রথম রাউন্ডে প্রথম সেটই কিনা হেরে গেলেন! তাও অনামী এক খেলোয়াড়ের কাছে, যার বিশ্ব র্যাঙ্কিং ৫৯। জার্মানির ড্যানিয়েল ব্র্যান্ডসও বোধহয় এ দিন ম্যাচের আগে ভাবতে পারেননি ক্লে-কোর্টের সম্রাটকে প্রথম দু’সেটে এ ভাবে নাকানি-চোবানি খাওয়াতে পারবেন। তবে প্রথম সেট হারলেও ১০ গ্র্যান্ড স্লামের মালিক নাদাল তৃতীয় সেট থেকেই ম্যাচের রাশ দখলে নিয়ে শেষ পর্যন্ত জেতেন ৪-৬, ৭-৬ (৭-৪), ৬-৪, ৬-৩। আর দিনের অঘটন পঞ্চম বাছাই টমাস বের্ডিচের ছিটকে যাওয়া।
২৪ ঘণ্টা পরেই তো সুইস মহাতারকার সঙ্গে সোমদেব দেববর্মনের ম্যাচ। রজার ফেডেরারের সঙ্গে যুদ্ধে নামার আগে জার্মান খেলোয়াড়ের এই মরিয়া লড়াইয়ে সোমদেব কতটা প্রেরণা পেলেন বলা শক্ত। যদিও এ দিন টুইটে সোমদেব জানিয়েছেন, “প্যারিসে দারুণ সময় কাটছে। পরের ম্যাচের দিকে ফোকাস করছি। সমর্থন ও ভালবাসার জন্য সবাইকে ধন্যবাদ।” দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নামার আগে তাঁর টুইটে কিন্তু পরিষ্কার মঙ্গলবার চাপ না নিয়ে খোলা মনেই ১৭ গ্র্যান্ড স্লামের মালিকের চ্যালেঞ্জ সামলাতে নামবেন ভারতীয় তারকা। এ দিন যেমন নাদালের বিরুদ্ধে ‘আন্ডারডগ’ তকমা নিয়ে দেখিয়ে দিলেন ব্র্যান্ডস। |
|
ফরাসি ওপেনে প্রথম রাউন্ড জেতার পরে নাদাল। ছবি: এপি |
ছ’ফুট পাঁচ ইঞ্চির শরীর, গোড়া থেকেই প্রতি ঘণ্টায় ১৩৪ মাইল গতিবেগে সার্ভ আর তার সঙ্গে পাল্লা দিয়ে বিরাট বিরাট ফোরহ্যান্ডে নাদালের মতো চ্যাম্পিয়নও এঁটে উঠতে পারেননি প্রথমে। উল্টো দিক থেকে অবিশ্বাস্য দক্ষতায় একের পর এক আসা উইনারে রাফার বিষাক্ত গ্রাউন্ড স্ট্রোকও পাত্তা পাচ্ছিল না। কখনও ব্যাকহ্যান্ডে, কখনও স্লাইসে জার্মান খেলোয়াড় নাস্তানাবুদ করে দিচ্ছিলেন নাদালকে। এ ভাবে প্রথম সেটও হাতছাড়া হয়ে যায় স্প্যানিশ সুপারস্টারের। একটা সময় তো দ্বিতীয় সেটের টাইব্রেকারে ০-৩ পিছিয়েও পড়েছিলেন স্প্যানিশ তারকা। রোঁলা গারোর জনতা ততক্ষণে ‘বিরাট অঘটনের’ গন্ধ পেয়ে গিয়েছে। তাই বেশ কিছুটা সমর্থনও ঝুঁকে পড়েছিল ২৫ বছর বয়সি জার্মান খেলোয়াড়ের দিকে। কিন্তু চ্যাম্পিয়নদের হারানোর জন্য যে অস্ত্রটা ঝুলিতে থাকা সব থেকে জরুরি, সেই চাপ নিতে পারার জায়গাটাতেই শেষ পর্যন্ত পিছিয়ে গেলেন ড্যানিয়েল। ০-৩ টাইব্রেকে চাপের মুখে সহজ ব্যাকহ্যান্ড মেরে বসলেন নেটে। ব্যাস এখানেই খেলাটা ধরে নেন নাদাল। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। প্রথম রাউন্ডের ফাঁড়াটা কতটা সাংঘাতিক ছিল ম্যাচের পর নাদালের কথাতেই স্পষ্ট। বলে দিলেন, “অবিশ্বাস্য টেনিস খেলছিল ব্র্যান্ডস। আমি নিজের খেলাটা খোঁজার আর ওর দুর্দান্ত শটগুলো আটকানোর চেষ্টা করছিলাম। আমাকে কিছুটা ঝামেলাতেই ফেলে দিয়েছিল ও। ম্যাচটা জেতায় তাই দারুণ আনন্দ হচ্ছে।”
অন্য দিকে, অবশ্য ওয়াইল্ড কার্ড নিয়ে নেমে ফ্রান্সের গেইল মঁফিস পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে চেক তারকা বের্ডিচকে হারান। ৭-৬ (৮), ৬-৪, ৬-৭ (৩), ৬-৭ (৪), ৭-৫। |
|
|
|
|
|