|
|
|
|
চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রভাব পড়বে, মনে করছেন মদনলাল
চেতন নারুলা • নয়াদিল্লি |
আইপিএল শেষ হওয়ার পরই গড়াপেটা কেলেঙ্কারির ছায়া শেষ হচ্ছে ভাবলে ভুল হবে। ভারতের প্রাক্তন বিশ্বজয়ী পেসার মদনলাল মনে করছেন এর প্রভাব পড়বে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও।
মদনলাল এ দিন বলে দিলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এ রকম একটা ব্যাপার ক্রিকেটারদের মানসিকতায় ধাক্কা দেবে। যার জের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পড়তে পারে। গোটা বিশ্বের ক্রিকেট মিডিয়া হাজির থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আমাদের প্লেয়ারদের মিডিয়া এই প্রসঙ্গে প্রশ্ন করে অস্বস্তিতে ফেলে দেবে। শুধু তাই নয়, ইংল্যান্ডের মিডিয়া বহু দিন ধরেই আইপিএলের বিরোধী। আমি নিশ্চিত ওরা আমাদের ক্রিকেটারদের চাপে ফেলে দেওয়ার চেষ্টা করবে।” প্রাক্তন ক্রিকেটার ও দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট চেতন চৌহান আবার বলছেন, “যে তিন জন ক্রিকেটার স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ধরা পড়েছে, আর কোনও দিন ক্রিকেট মাঠের ধারে-কাছে আসতে যাতে না পারে।”
আর এক প্রাক্তন ক্রিকেটার এবং প্রথম শ্রেণির ক্রিকেটে আম্পায়ারিং করার অভিজ্ঞতাসম্পন্ন মনিন্দর সিংহ বলেছেন, “আম্পায়ারদের পক্ষে ম্যাচ গড়াপেটা করা সহজ। ওরাই তো ম্যাচটা মোটামুটি নিয়ন্ত্রণ করে। ম্যাচে ওদের প্রচুর সিদ্ধান্ত নিতে হয়। আসাদ রউফের ব্যাপারটা সত্যি হলে বোঝা যাবে বুকিদের কাছে আম্পায়াররা খুব সহজ শিকার।”
|
আম্পায়ারকে গড়াপেটার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদন |
স্পট ফিক্সিং কাণ্ড নিয়ে তদন্ত যত এগোচ্ছে একের পর এক অভিযোগ উঠে আসছে। সোমবার যেমন প্রাক্তন আন্তর্জাতিক আম্পায়ার জন হোল্ডার অভিযোগ তুলেছেন, কুড়ি বছর আগে শারজায় এক ম্যাচে তাঁকে গড়াপেটার প্রস্তাব দেওয়া হয়েছিল। “সালটা ১৯৯৩। শারজায় শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের মধ্যে একদিনের সিরিজ চলছিল। হঠাৎ একটি লোকের সঙ্গে আমার আলাপ করিয়ে দেওয়া হয়। সেই লোকটি আমাকে ১০ হাজার পাউন্ডের প্রস্তাব দেয় শ্রীলঙ্কার এক ব্যাটসম্যান যাতে পার্টনারশিপে ৮৫ রান তুলতে পারে তা নিশ্চিত করার জন্য। আর বলে, তার সিন্ডিকেটের কাজই নাকি ম্যাচ থেকে অর্থ রোজগার করা। শুনেই আমি সেই ব্যক্তিকে বলে দিয়েছিলাম, ভুল লোককে এই প্রস্তাব দিচ্ছেন”, বলে দেন হোল্ডার। পাশাপাশি তিনি আরও বলেন, “এক বার এ সবে নাম জড়ালে কেরিয়ার শেষ। নিজেকে একজন ঠকবাজ হিসেবে মনে রাখতে চাই না। তাই এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে আইসিসি-কে রিপোর্ট করে দিয়েছিলাম।” হ্যাম্পশায়ারের হয়ে ’৬৮-’৭২— এই সময়ে ৪৭টি ম্যাচ খেলা হোল্ডার ১১টি টেস্ট এবং ১৯টি একদিনের ম্যাচে আম্পায়ারের দায়িত্ব সামলেছেন। |
|
|
|
|
|