|
|
|
|
উত্তর কাছাড়ের পাহাড়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস |
নিজস্ব প্রতিবেদন • শিলচর |
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না-পেলেও উত্তর কাছাড় স্বশাসিত পার্বত্য পরিষদে কংগ্রেসই ক্ষমতায় ফিরছে। ২৮ আসনের পরিষদে কংগ্রেস পেয়েছে ১০টি। বাকিরা নির্দল। এর মধ্যে আছেন প্রাক্তন জঙ্গিনেতা দিলীপ নুনিসা, ড্যানিয়েল গারলোসার অনুগামীরা জিতেছেন ৩টি করে আসন। জুয়েল গারলোসার নেতৃত্বাধীন আরেক গোষ্ঠীর দখলে ২টি। ৪টি পেয়েছে অ-ডিমাসা উপজাতিদের সংগঠন ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট।
দিলীপ-জুয়েল পরিষদ গঠনের ব্যাপারে নীরব থাকলেও ড্যানিয়েল জানিয়ে দিয়েছেন, তাঁরা কংগ্রেসকেই সমর্থন করবেন। কংগ্রেসের টিকিট না-পেয়ে নির্দল হিসাবে দাঁড়িয়ে বিজয়ী পাঁচ সদস্যও দলের পাশে থাকার কথা জানিয়ে দিয়েছে। নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আগে দল তাঁদের ছ’বছরের জন্য বহিষ্কার করলেও ফল প্রকাশের পরপরই ওই নির্দেশ ফিরিয়ে নেওয়া হয়েছে। ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি মহেন্দ্র কেমপ্রাই জানিয়েছেন, বহিষ্কৃতদের ফের দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে কে মুখ্য কাযর্বাহী সদস্য হবেন তা এখনও ঠিক করতে পারেনি কংগ্রেস। কেমপ্রাইয়ের কথায়, পরিষদীয় দলের বৈঠক ডেকে দু’এক দিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে।
বিদায়ী পরিষদের প্রধান দেবজিৎ থাওসেন আশাবাদী। দল তাঁকেই ফের এ দায়িত্ব দেবে। জেলার একমাত্র বিধায়ক গোবিন্দচন্দ্র লাংথাসার পুত্র নির্মলও এই আসনের দাবিদার বলে কংগ্রেসেরই এক সূত্র জানিয়েছে। দেবজিৎ-নির্মল দু’জনেই নিজেদের আসনে জয়ী হয়েছেন।
এ বারের পরিষদ নির্বাচনের আরও উল্লেখযোগ্য দিক, বি জে পি এবং এইচএসডিপি খাতাই খুলতে পারেনি। ভেঙে দেওয়া জঙ্গি নেতা ডিএইচডি-র তৎকালীন প্রধান দিলীপ নুনিসা দিয়ুংমুখ হেরে গিয়েছেন। এই আসনে বিজয়ী জুয়েল গোষ্ঠীর প্রাক্তন নেতা নিরঞ্জন হোজাই। ড্যানিয়েল দু’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেই জয়ী হয়েছেন। বছর চারেক আগে কারাবন্দি অবস্থায় জেলের মধ্যে আগ্নেয়াস্ত্র আনিয়ে গুলি চালাতে চালাতে হাফলং জেল থেকে পালিয়ে যাওয়ার জন্য বিশেষ ভাবে পরিচিত ড্যানিয়েল।
|
|
|
|
|
|