টুকরো খবর |
চার্জশিট দিল সিবিআই
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বড়োভূমিতে সংঘর্ষের মামলায় ৩৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। ওই তদন্ত সংস্থা সূত্রের খবর, অভিযুক্তদের মধ্যে ১২ জন এখনও পলাতক। গত বছরের ২০ জুলাই কোকরাঝাড়ের জয়পুরে চারজন যুবককে খুনের অভিযোগকে কেন্দ্র করে নামনি অসমের চারটি জেলায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দুই গোষ্ঠীর লড়াইয়ে মৃত্যু হয় শ’খানেক লোকের। নিখোঁজ হন অনেকে। ঘরছাড়া হতে হয় প্রায় সাড়ে ৪ লক্ষ মানুষকে। সিবিআইয়ের দাবি, ঘটনার আগের দিন জয়পুরে গোপন বৈঠক করেন ‘অল বিটিসি মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন’-এর প্রাক্তন সভাপতি মইনুল হক ও তার ভাই প্রাক্তন কনস্টেবল মহিবুল ইসলাম। খুনের ছক কষা হয় সেখানে। রাজ্যে সাম্প্রদায়িক সংঘর্ষের সাতটি ঘটনার তদন্তভার সিবিআই হাতে নিয়েছিল। পুলিশ জানায়, মইনুল গ্রেফতার হলেও মহিবুল পলাতক। সংঘর্ষে মদত দেওয়া, বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে পশ্চিম কোকরাঝাড়ের বিধায়ক প্রদীপ ব্রহ্ম ও ‘বড়োল্যান্ড স্বায়ত্বশাসিত পরিষদের’ কার্যনির্বাহী সদস্য মনোজকুমার ব্রহ্মকেও গ্রেফতার করা হয়েছিল।
|
স্কুলেই আত্মঘাতী শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • পটনা |
ক্রমাগত হেডমাস্টারের বাক্যবাণে জর্জরিত হয়ে এক স্কুলশিক্ষক স্কুলের মধ্যেই আত্মঘাতী হলেন। বিহারের পূর্ণিয়া জেলার মারঙ্গা থানা এলাকার এই ঘটনা সম্পর্কে পুলিশ বলে, প্রাথমিকভাবে অভিযোগ ছিল, তাঁর সহকর্মীরা তাঁকে পুড়িয়ে মেরেছে। পরে হাসপাতালে, মারা যাওয়ার আগে রঞ্জিত কুমার (৪০) নামের ওই শিক্ষক মৃত্যুকালীন জবানবন্দিতে জানান, “এ ছাড়া আমার সামনে আর উপায় ছিল না।” মৃত শিক্ষকের স্ত্রী স্কুলটির হেডমাস্টার সঞ্জয় কুমারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সুপার কিম জানিয়েছেন, “কেন এই আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্ত হেডমাস্টার ফেরার। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।”
|
বন্দির মৃত্যুতে থানা ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
যোরহাট কেন্দ্রীয় কারাগারে এক বিচারাধীন বন্দির মৃত্যুতে উত্তেজনা ছড়াল মরিয়ানিতে। ওই যুবকের দেহ নিয়ে আজ থানা ঘেরাও করেন এলাকার মানুষ। পথ অবরোধও হয়। পুলিশ জানায়, গত রাতে ওই জেলে পলাশ বরুয়া নামে ওই বন্দির মৃত্যু হয়। ১৮ মে আইপিএল নিয়ে জুয়া খেলার অভিযোগে পলাশ-সহ ছ’জনকে গ্রেফতার করা হয়। ১৯ মে তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। জেল সূত্রে খবর, কাল বিকেলে পলাশের বুকে ব্যথা, রক্তবমি শুরু হয়। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। পলাশের পরিবারের অভিযোগ, জেরার সময় পুলিশের মারধরে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। তাঁরা আরও জানিয়েছেন, পলাশের যক্ষ্মা ছিল। পুলিশকে সে কথা জানানোও হয়েছিল।
|
মাওবাদী নিয়ে আশঙ্কায় গগৈ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
রাজ্যের আটটি জেলায় মাওবাদীরা ঘাঁটি গেড়েছে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। আজ প্রদেশ কংগ্রেসের এক অনুষ্ঠানে তিনি বলেন, “কয়েক বছর ধরেই অসমে ঘাঁটি গড়ছে মাওবাদীরা। সকলকে রুখে দাঁড়াতে হবে।” ছত্তীসগঢ়ে কংগ্রেস নেতা-কর্মীদের উপর হামলার নিন্দা করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, “রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুন্নয়নের বিষয়টিকে হাতিয়ার করেই মাওবাদীরা প্রভাব বিস্তার করতে চাইছে। তার মোকাবিলায় উন্নয়নের সুযোগ-সুবিধা প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিতে হবে।”
|
নাগাল্যান্ডে উদ্ধার দুই নাবালিকা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
গুয়াহাটি থেকে অপহৃত দুই নাবালিকার সন্ধান মিলল নাগালান্ডের ডিমাপুরে। প্রাথমিক তদন্তে পরে অনুমান, দু’জনকে পাচারের ছক ছিল অপহরণকারীদের। এক মহিলা তাদের নাগাল্যান্ডে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, শনিবার গুয়াহাটির খানাপাড়া এলাকার বাসিন্দা দিব্যা খাতির তার সহপাঠিনী রিম্পি তালুকদারের বাড়িতে গিয়েছিল। তারা দু’জন ষষ্ঠ শ্রেণির ছাত্রী। কিন্তু সন্ধ্যার পর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। |
|