শিশুকে ছুড়ে খুন করার অভিযোগে গ্রেফতার বাবা |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
পারিবারিক বিবাদের জেরে তিন বছরের সন্তানকে ছুড়ে খুন করার অভিযোগে মদ্যপ বাবাকে গাছে বেঁধে মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিক চিকিৎসার পরে অভিযুক্ত কার্তিক টুডুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে বোলপুর থানার শান্তিনিকেতন লাগোয়া বনডাঙা আদিবাসী পাড়ার কামারডাঙায়।
পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম চুনিরাম টুডু। স্থানীয় সুত্রের খবর, কামারডাঙার কার্তিক টুডু ও তাঁর স্ত্রী সুমি টুডুর মধ্যে বিবাদ দীর্ঘ দিনের। টাকা পয়সা নিয়ে এবং সংসারের খরচ নিয়ে প্রায়ই বচসা বাধত স্বামী-স্ত্রীর মধ্যে। স্থানীয় বাসিন্দা বসন্ত সরেন, হাবু হেমব্রম, বাবুলাল হেমব্রমরা জানান, অন্যান্য দিনের মতো সোমবার দুপুরে খাওয়া শেষে পেশায় দিনমজুর ওই আদিবাসী দম্পতি সঙ্গে ছিল তাঁদের পঞ্চম সন্তান চুনিরাম। বিকেল তিনটে নাগাদ কার্তিক টুডু তাঁর ছোট ছেলেকে মদ্যপ অবস্থায় ‘ছুড়ে’ মেরেছে বলে জানাজানি হয়। খবর পেয়ে স্থানীয় বসিন্দারা মদ্যপ কার্তিক টুডুকে আটক করেন। নিজের ছেলেকে খুন করার অভিযোগে গ্রামের এক গাছে বেঁধে অভিযুক্তের ওপর চলে মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। উত্ত্যক্ত জনতাকে বুঝিয়ে উদ্ধার করা হয় অভিযুক্ত বাবাকে। সেই সঙ্গে মৃত শিশুকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। ঘটনার পর থেকে নিখোঁজ মৃত শিশুর মা সুমি টুডু। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। |