টুকরো খবর
নিকাশি নালা সংস্কার না হওয়ায় ক্ষোভ মুরারইয়ে
ঠিক মতো নিকাশি নালা সংস্কার করা হচ্ছে না। এর ফলে নালার জল রাস্তা দিয়ে বইছে। শুধু নালার সমস্যা নয়। সব্জি বাজার ও বিভিন্ন দোকানের যাবতীয় আবর্জনা জায়গায় জায়গায় জমে থাকছে। বৃষ্টি হলেই ওই আবর্জনা মানুষের ব্যবহার্য রাস্তায় উঠে আসছে। এমনই সমস্যা মুরারই থানার রাজগ্রাম বাজার সংলগ্ন এলাকায়। সমস্যা সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেছেন বাসিন্দা থেকে ব্যবসায়ী সমিতির সদস্যরা। রাজগ্রাম বাজারা ব্যবসায়ী সমিতির সম্পাদক গোবিন্দলাল বিশ্বাস বলেন, “প্রশাসনের কাছে জানানোর পরেও কোনও সুরাহা হয়নি। সম্প্রতি বৃষ্টিপাতে অবস্থা আরও খারাপ হওয়ায় বাধ্য হয়ে বাসিন্দারা ও ব্যবসায়ী সমিতির সদস্যদের একাংশ রাজগ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখিয়েছিলেন।” পঞ্চায়েতের উপপ্রধান আনোয়ার হোসেন বলেন, “পঞ্চায়েতের তরফে যতটুকু করার তা করা হচ্ছে। তবে ব্যবসায়ীরা যদি আবর্জনা নিকাশি নালার মধ্যে ফেলেন তা হলে একা পঞ্চায়েতের পক্ষে কী ভাবে এলাকা পরিষ্কার রাখা যায়। সব্জি বাজারের অনুমতি পঞ্চায়েত সমিতি দিয়েছে।” অভিযোগ উঠেছে, বাজারের অনুমতি দেওয়ার পরে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জঞ্জাল সাফাইয়ের কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপকুমার ভকত বলেন, “১০০ দিনের কাজের প্রজল্পে পঞ্চায়েত সাফাই, নিকাশি নালা ঢালাইয়ের কাজ করতে পারে। বলাও হয়েছিল। তবে এর একটা স্থায়ী সমাধানের প্রয়োজন আছে।” পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে নিয়ে বৈঠক করে সমস্যা মেটানো হবে বলে আশ্বাস দিয়েছেন মুরারই ১ ব্লকের বিডিও আবুল কালাম।

পাথরকলে বিরোধ মেটানোর দাবি
নলাহাটি পাথর শিল্পাঞ্চলে শ্রমিক-মালিক বিরোধ মিটিয়ে অবিলম্বে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানাল বিজেপি। সোমবার তারা নলহাটি ১ ব্লক বিডিও-র কাছে স্মারকলিপিও দেয়। দলের নেতা অনিল সিংহের দাবি, “শ্রমিক ও মালিক পক্ষের বিরোধের জেরে এলাকার প্রায় ২৫ হাজার শ্রমিক এক মাস ধরে কর্মহীন হয়ে বসে আছেন। এলাকার অর্থনীতি ভেঙে পড়েছে।” বিডিও তাপস বিশ্বাস বলেন, “বিরোধ বা সংঘাত মেটানোর জন্য একাধিকবার বৈঠক করেছি। উভয় পক্ষ তাদের দাবিতে অনড় থাকায় সমস্যা মেটেনি। খুব শীঘ্রই আবার আলোচনায় বসব।”

মাঠে মেলা, ক্ষোভ
এলাকায় খেলার মাঠের অভাব আছে। তার উপরে স্কুলের মাঠ দখল করে বসেছে মেলা। এর প্রতিবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রধান শিক্ষক, মহকুমাশাসক, রামপুরহাট পুরসভার গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সমস্যাটি রামপুরহাট হাইস্কুলের। প্রধান শিক্ষক মহম্মদ নুরুজ্জামান বলেন, “মাঠ আরও ভাল করে সংস্কারের প্রয়োজন। প্রাচীর দিয়ে ঘেরারও প্রয়োজন আছে। মেলার আয় থেকে সেটা করা হবে। চুক্তির ভিত্তিতে মেলা কমিটি মাঠের গর্ত বুজিয়ে দেবে।”

দুষ্কৃতী গ্রেফতার
আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল নলহাটির পুলিশ। পুলিশের দাবি, ধৃত নামোপাড়ার বাসিন্দা হাসিবুল শেখ রবিবার রাতে ছিনতাইয়ের উদ্দেশ্যে ডিহা গ্রামের কাছে দাঁড়িয়ে ছিল।

থানায় বিক্ষোভ
সরকারি ছাড়পত্র, পুলিশি হয়রানি রোধ-সহ ৫ দফা দাবিতে সোমবার ময়ূরেশ্বর থানায় বিক্ষোভ দেখাল ইউটিইউসি নিয়ন্ত্রিত সারা বাংলা মোটরভ্যান (ভ্যানো) চালক ইউনিয়নের ময়ূরেশ্বর শাখা। সংগঠনের জেলা সম্পাদক উত্তম কুণ্ডু জানান, বিকল্প ব্যবস্থা না করে মোটরভ্যান বন্ধ করে দেওয়া হলে বহু পরিবার পথে বসবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.