আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ পেয়ে জেরে বর্ধমান শহরে অর্থলগ্নি সংস্থা বর্ধমান সানমার্গের অফিসে হানা দিয়ে পাঁচ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার দুপুরে ‘টক অফ দ্য টাউন’ ভবনে সংস্থার অফিসে ভাঙচুর চালানোর অভিযোগে ধরা হয়েছে চার মহিলা-সহ ১৯ জন এজেন্টকেও।
পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “বর্ধমান শহরের আনন্দপল্লির বাসিন্দা সুজিত বসু পুলিশের কাছে অভিযোগ করেছেন, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তাঁর আমানত ফেরত দিচ্ছে না ওই সংস্থা। তার ভিত্তিতেই তাদের পাঁচ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।” |
পুলিশ যাওয়ার আগেই অবশ্য কিছু এজেন্ট দফতরে হাজির হয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ। তাঁদের বক্তব্য, শুধু যে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে না তা নয়, দীর্ঘদিন ধরে তাঁদের কমিশনও আটকে রাখা হয়েছে। বর্ধমান থানার আইসি দিলীপকুমার গঙ্গোপাধ্যায় বলেন, “আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে আমরা সংস্থার চেয়ারম্যান সৌম্যরূপ ভৌমিক ও কয়েক জন কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করি। সেই সময়েই খবর আসে, সংস্থার মূল অফিসে ভাঙচুর হচ্ছে। রাজেশ মণ্ডল নামে এক কর্মীর অভিযোগের ভিত্তিতে ১৯ জন এজেন্টকে গ্রেফতার করি।”
পুলিশ জানায়, ধৃত পাঁচ কর্মীর নাম রাকেশ মণ্ডল, শুভাশিস সেন, শেখ মিরাজ, সঞ্জীব হাটি ও চন্দন সামন্ত। |