পঞ্চায়েতের ঢাকে কাঠি
মনোনয়নে বাধা পেলেই উদ্ধার করতে যাবে পুলিশ
ঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দিতে গিয়ে কেউ যদি বিরোধী দলের বাধায় আটকে পড়েন, তাঁকে উদ্ধার করে নিয়ে যাবে পুলিশের মোবাইল ভ্যান। সোমবার বর্ধমানে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক ওঙ্কার সিংহ মিনা। বর্ধমান গ্রামীণ এলাকার পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা এবং আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় নন্দও বৈঠকে হাজির ছিলেন।
কয়েক দিন আগেই কলকাতায় সব জেলাশাসকদের ডেকে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বৈঠক করেছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। কাল, বুধবার থেকে মনোনয়ন জমা নেওয়া শুরু হচ্ছে। জেলাশাসক বলেন, “প্রার্থী আটকে পড়লে তাঁর বা দলের তরফে থানায় অভিযোগ করতে হবে। দিতে হবে নাম-ঠিকানা, সম্ভব হলে যোগাযোগের নম্বর। তা পেলেই পুলিশের মোবাইল ভ্যান গিয়ে তাঁকে মনোনয়ন জমা করাবে। যদি পুলিশ তাঁকে উদ্ধার করতে না যায়, তিনি রিটার্নিং অফিসার বা পরিদর্শকের কাছে অভিযোগ করবেন।”

বৈঠক পুলিশ ও প্রশাসনের।—নিজস্ব চিত্র।
জেলাশাসক জানান, কেউ গ্রাম পঞায়েতে প্রার্থী হতে চাইলে তিনি যে সংসদে দাঁড়াবেন, সেই সংসদেরই ভোটার হতে হবে তাঁকে। পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হতে গেলেও সংশ্লিষ্ট ব্লকেরই বাসিন্দা হতে হবে। তবে জেলা পরিষদের কোনও আসনে দাঁড়াতে গেলে জেলার যে কোনও এলাকার বাসিন্দা হলেই চলবে। এই তিন পর্যায়ে প্রার্থীদের প্রস্তাবকদেরও ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মনোনয়ন ব্লক অফিসে, জেলা পরিষদ আসনের মনোনয়ন মহকুমাশাসকের অফিসে জমা হবে। কমিশনারেট এলাকায় অফিস থেকে ২০০ মিটার ও গ্রামীণ এলাকায় ১০০ মিটার দূরে প্রার্থীদের গাড়ি বা মিছিল থামিয়ে দেওয়া হবে। সেখান থেকে প্রার্থীকে প্রস্তাবক-সহ বড় জোর দু’-তিন জনকে সঙ্গে নিয়ে মনোনয়ন দিতে যেতে পারবেন প্রার্থী।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মনোনয়নপর্ব নির্বিঘ্নে মেটাতে প্রতিটি কেন্দ্রে তৈরি হচ্ছে ব্যারিকেড। প্রার্থী ও তাঁর প্রস্তাবক বা সাহায্যকারী ছাড়া আর কাউকে তা পেরোতে দেওয়া হবে না। অজয় নন্দ জানান, প্রতিটি মনোনয়ন কেন্দ্রে মহিলা পুলিশকর্মী-সহ ১০ জন মোতায়েন থাকবে। সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “আমাদের হাতে যে বাহিনী রয়েছে, তা মনোনয়নপর্বের পক্ষে যথেষ্ট। প্রতি কেন্দ্রে ১০ জন মোতায়েন ছাড়াও রাস্তায় পুলিশের মোবাইল ভ্যান ঘুরবে।” রাজনৈতিক দল বা প্রার্থীরা যাতে যোগাযোগ করতে পারেন, তার জন্য বর্ধমানে জেলা গোয়েন্দা দফতরে এবং আসানসোল পুলিশ লাইনে ফোন রাখা থাকছে।

• গ্রাম পঞ্চায়েতে আসন ৪০৬৫টি।
• পঞ্চায়েত সমিতির আসন ৭৭৯টি।
• জেলা পরিষদের আসন ৭৫টি।
• মনোনয়ন জমা শুরু হচ্ছে বুধবার, চলবে ৫ জুন পর্যন্ত।
• মনোনয়নপত্র পরীক্ষা হবে ৭ জুন।
• মনোননয়ন প্রত্যাহারের শেষ দিন ১০ জুন।
যোগাযোগের নম্বর
-৮১১৬৬০৪৪০০/০১/০২/০৩ /০৪
জেলা পুলিশ ৭৮৭২৪৩৮১১৯



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.