পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়নি এখনও। নির্বাচনী প্রচার অবশ্য শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল।
রবিবার ভাঙড়ের ঘটকপুকুর থেকে ভাঙড় থানা পর্যন্ত মিছিল করল সিপিএমের ভাঙড় জোনাল কমিটি। নেতৃত্বে ছিলেন ভাঙড়ের সিপিএম বিধায়ক রেজ্জাক মোল্লা। মিছিলে ছিলেন সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। মিছিল শেষে ভাঙড় থানায় দেওয়া হয় স্মারকলিপি। এর পর সভায় রেজ্জাক মোল্লা বলেন, “আমাদের দলকে শুদ্ধ করে নিয়েছি। দলে সাদা চুলের লোকেদের পিছনে পাঠিয়ে দিয়েছি। কাঁচাচুলের লোকেদের সামনের সারিতে আনা হয়েছে। আগে দলের জোনাল ও লোকাল কমিটি পঞ্চায়েতের প্রার্থী ঠিক করত। এবার ঠিক করবে বুথস্তরের কমিটি।” তিনি জানান, সব পঞ্চায়েতে জিততে হবে। জেতার পর যদি আমাদের দলে প্রধান ও উপপ্রধান নির্বাচন নিয়ে অনিয়ম হয়, তাহলে দলের যে অনিয়ম করবে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। সুজননবাবু বলেন, “যদি পুলিশ আমাদের কর্মীদের নিদিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও না নেয়, হামলার অভিযোগ না নেয় তাহলে আমরা প্রয়োজনে আদালতে যাব।” কর্মীদের উপর হামলা হলে ছবি তুলে রাখতে দলীয় কর্মীদের সঙ্গে ক্যামেরা মোবাইল রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
|
গ্রাম্য সালিশিতে না যাওয়া নিয়ে বচসার সময়ে বাবাকে শাবল দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার রাতে গোপালনগরের পাঁচপোতা এলাকার ঘটনা। নিহতের নাম পরেশ মল্লিক (৫৯)। তাঁর দাদা সুরেশ মল্লিক এ নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযুক্ত তপন মল্লিক পলাতক। তাকে মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে নিহতের স্ত্রী উজ্জ্বলাকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে তপনের বিরুদ্ধে এক গ্রামবাসীর ছাগলের পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে শনিবার সালিশি ডাকা হয় গ্রামে। কিন্তু তপন সেখানে না যাওয়ায় পরেশবাবুর সঙ্গে তার বচসা বাধে। উজ্জ্বলাদেবী ছেলের পক্ষ নেন বলে অভিযোগ। তার পরেই ওই ঘটনা।
|
বাবা ও ছেলের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মৈপিট কোস্টাল থানায় পূর্ব গুরগড়িয়া গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতদের নাম মৃণাল প্রধান (৩০) ও শুভেন্দু প্রধান (৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন বছর আগে মৃণালবাবুর স্ত্রী পারিবারিক অশান্তির কারণে বাপের বাড়ি চলে যায়। ছেলে শুভেন্দু অবশ্য মৃণালবাবুর কাছেই থাকত। মৃণালবাবু কলকাতার একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
শুক্রবারের ঝড়বৃষ্টিতে খুঁটি ভেঙে, তার ছিড়ে এলাকায় বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুত্ সংযোগ। তার পর দু’দিন কেটে গেলেও বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক হয়নি। এরই প্রতিবাদে রবিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর তিনটে পর্যন্ত অশোকনগরের মহাপ্রভু কলোনি, নবজীবন পল্লি এবং হাবরা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দফায় দফায় যশোহর রোড অবরোধ করেন।
|
একটি গাছের ডাল কাটা নিয়ে বিবাদের জেরে ভাইকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার দুপুরে গোপালনগরের হুদা গ্রামের বাসিন্দা দশরথ মজুমদার (৪৮) নামে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় খেত থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রবিবার তিনি মারা যান। |