|
|
|
|
মেসির ক্লাবেই সই করলেন নেইমার
নিজস্ব প্রতিবেদন |
জালে বল জড়িয়ে দিয়েই মেসির কোলে উঠে পড়ছেন নেইমার। আসন্ন মরসুমেই আর্জেন্তিনার মহাতারকা আর ‘ব্রাজিলিয়ান সেনসেশন’কে এই মেজাজে দেখার সম্ভাবনা রবিবার পাকা হয়ে গেল। নেইমার সোশ্যাল নেটওয়ার্কে জানিয়ে দিলেন, সোমবার বার্সেলোনায় তিনি সই করছেন।
চলতি মরসুম শেষ হওয়ার অনেক আগেই নেইমারের ব্রাজিল ছাড়ার জল্পনা ডালপালা ছড়িয়েছিল। বার্সেলোনা নেইমারের গত চার বছরের ক্লাব স্যান্টোসকে ২০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিলে জল্পনা বাস্তব রূপ পায়। কিন্তু প্রথমে এই প্রস্তাবে রাজি হয়নি ব্রাজিলের ক্লাবটি। নেইমারও আরও কিছু দিন অপেক্ষা করতে চাইছিলেন বার্সেলোনার প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আরও ভাল প্রস্তাব দেয় কিনা দেখার জন্য। কিন্তু পরে মত বদলান। ন্যু ক্যাম্পেই যাবেন ঠিক করে ফেলেন। তার পরই বার্সেলোনার শীর্ষকর্তারা ব্রাজিলে উড়ে গিয়ে স্যান্টোসের সঙ্গে নেইমারের ব্যাপারে পাকা চুক্তি সেরে ফেলেন। |
|
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নেইমারই প্রথম ফাঁস করেন খবরটা। “পরিবার এবং বন্ধুরা আমার সিদ্ধান্ত জানে। সোমবার বার্সেলোনার চুক্তিতে সই করছি”, জানিয়ে দেন তিনি। পরে বার্সেলোনাও জানায়, পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। সাম্প্রতিক কালে ব্রাজিলের ‘সবথেকে উজ্জ্বল প্রতিভা’ গত চার মরসুমে স্যান্টোসে ২২৯ ম্যাচে ১৩৮ গোল করেছেন। কেরিয়ারে প্রথম ব্রাজিলের বাইরে কোনও ক্লাবে পা রাখার সময় প্রাক্তন ক্লাবের সুখের মুহূর্তগুলোই বার বার মনে পড়ছে। আবেগ জড়িয়ে ধরছে আপনিই। তাই নেইমার জানান, “এতগুলো বছর ক্লাব আর সমর্থকদের কাছে যা পেয়েছি, জীবনে ভুলব না। আমার কাছে স্যান্টোসের জায়গা কখনও বদলাবে না। খেতাব, গোল, ড্রিবলিং, উৎসব আর আমার জন্য সমর্থকদের বাঁধা গান হৃদয়ে চিরকাল একই ভাবে থাকবে।”
নেইমারের চুক্তির অর্থ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। স্যান্টোস বা বার্সেলোনা কোনও পক্ষই জানায়নি। ব্রিটিশ মিডিয়ায় জল্পনা ২০ মিলিয়ন পাউন্ডে শেষ পর্যন্ত রাজি হয়েছে স্যান্টোসের শীর্ষকর্তারা। মূলত নেইমারের চাপেই বার্সেলোনার প্রস্তাব মেনে নিতে বাধ্য হয় স্যান্টোস। ক্লাবের পক্ষে এক বিবৃতিতে এমনই দাবি করে বলা হয়, “যত দিন সম্ভব নেইমারকে ব্রাজিলেই রাখার সব রকম চেষ্টা করেছি আমরা। এমনকী বর্তমান চুক্তি ভেঙে নতুন চুক্তিও করতে চেয়েছি। কিন্তু নেইমার জানিয়ে দিয়েছে ওর বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত।”
নেইমারের এই দল বদলের পর এ বার লিও মেসি আর ব্রাজিলিয়ান সুপারস্টারের ‘ডেডলি কম্বিনেশন’ সামলাতে পারবেন তো একা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? মরসুম শুরুর আগে এই জল্পনা শুরু হয়ে গিয়েছে সারা ফুটবল দুনিয়া জুড়ে।
|
পুরনো খবর: বার্সায় নেইমার |
|
|
|
|
|