চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ শনিবার রাতে এসপানিয়ল-এর সঙ্গে ১-১ ড্র করায় রবিবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে মাঠে নামার আগেই বার্সেলোনা লা লিগা চ্যাম্পিয়ন হয়ে গেল। লিও মেসির দলের ইতিহাসে এটা ২২তম স্প্যানিশ লিগ খেতাব। শেষ পাঁচ মরসুমের মধ্যে চার বার। মাঝে শুধু গত বার চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল।
বার্সেলোনা এ দিন অ্যাওয়ে ম্যাচ খেলছে যাদের সঙ্গে সেই অ্যাটলোটিকো মাদ্রিদের বিরুদ্ধেই আগামী শুক্রবারের কোপা দেল রে (স্প্যানিশ কাপ) ফাইনালের কথা ভেবে রিয়াল বস হোসে মোরিনহো গত রাতে তাঁর প্রথম দলের অনেককে বিশ্রাম দিয়েছিলেন। যার সুযোগে প্রথমার্ধে ক্রিশ্চিয়ান স্টুয়ানির গোলে এসপানিয়ল এগিয়ে যায়। বেগতিক দেখে বিরতির পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-সহ অনেক তারকাকে পরিবর্ত নামান মোরিনহো। তাতে লুকা মদরিচের ফ্রিকিক ফ্লিক করে গঞ্জালেস ইগুআইন ১-১ করলেও রিয়াল শেষ পর্যন্ত ড্র করে এক পয়েন্টের বেশি পায়নি। ফলে শেষ দু’টো ম্যাচ বাকি থাকতে রিয়াল ৭ পয়েন্ট পিছনে পড়ে গিয়েছে বার্সেলোনার। অর্থাৎ কোনও ভাবেই আর শীর্ষে থাকা মেসিদের ছোঁয়া সম্ভব নয় লিগ টেবলে দ্বিতীয় স্থানে থাকা রোনাল্ডোদের পক্ষে।
|
মোরিনহো গত রাতেই বার্সাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “এখন যেটা আমরা শুধু করতে পারি সেই বার্সেলোনার কোচ, প্লেয়ার, ম্যানেজমেন্ট, সমর্থক সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ পর্যন্ত লা লিগা আমাদের রিয়ালের দখলে ছিল। কিন্তু এখন সেটা বার্সার অধিকারে।” উচ্ছ্বসিত বার্সেলোনা প্রেসিডেন্ট সান্দ্রো রসেল টুইটারে পোস্ট করেন, “এই খেতাব ভীষণ স্পেশ্যাল। মনে রাখতে হবে এ মরসুমে এটাই বার্সার প্রথম ট্রফি। অসাধারণ কিছু মানুষের সম্মিলীত চেষ্টা, স্পিরিট আর টিমগেমের পুরস্কার এই খেতাব।”
২০ দলের লা লিগার প্রথম লেগে অসাধারণ ধারাবাহিক পারফরম্যান্সই বার্সার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অন্যতম কারণ। সম্ভাব্য সর্বাধিক ৫৭ পয়েন্টের ভেতর ৫৫ পয়েন্ট পেয়েছিলেন মেসি-জাভি-ইনিয়েস্তা। মাত্র দু’পয়েন্ট নষ্ট হয়েছিল তিতো ভিলানোভার দলের। সেখানে গত বারের চ্যাম্পিয়ন রিয়াল প্রথম লেগেই ১৮ পয়েন্টে পিছিয়ে পড়েছিল বার্সার থেকে। বার্সার বাকি চার ম্যাচে এখন লক্ষ্য ১০০ পয়েন্টে পৌঁছে রিয়ালের অতীত কীর্তিকে স্পর্শ করা। তার জন্য তাদের শেষ চার ম্যাচই জিততে হবে। মেসিদের আপাতত ৩৪ ম্যাচে ৮৮ পয়েন্ট। সুপারস্টারে ভরা টিম হলেও বিশেষজ্ঞদের মতে, মেসি-ই লা লিগা এনে দিয়েছেন বার্সেলোনাকে। এ মরসুমে ৩১ লিগ ম্যাচে খেলে ২৭টিতে এক বা একাধিক গোল-সহ ৪৬ গোল করেন মেসি। যার মধ্যে অভূতপূর্ব টানা ২১ ম্যাচে ন্যূনতম একটি গোল অন্তত রয়েছে এলএম টেন-এর।
|
বার্সায় নেইমার
সংবাদসংস্থা • স্যান্টোস |
নেইমার গত কাল বার্সেলোনার চুক্তিপত্রে সই করেছেন। মাত্র ২৭ মিলিয়ন ইউরোয়। একটি লাতিন আমেরিকান সংবাদ সংস্থার খবর অনুযায়ী, স্যান্টোস আর বার্সা দুই ক্লাবের প্রেসিডেন্ট যথাক্রমে অদিলিও রদ্রিগুয়েজ এবং সান্দ্রো রসেলের উপস্থিতিতে নেইমার চলতি সপ্তাহেই বার্সেলোনা বসে চুক্তি করেছেন। বতর্মান ব্রাজিল দলের সেরা ফরোয়ার্ডকে পরের মরসুমে দেখা যাবে মেসির পাশে খেলতে। নেইমারকে নেওয়ার জন্য স্যান্টোসকে চুক্তির অর্থের ৪৫ শতাংশ দিচ্ছে বার্সেলোনা। রবিবারই বার্সার ভাইস প্রেসিডেন্ট কার্লেস ভিলারুবি তাৎপর্য ভাবে মন্তব্য করেন, “পরের মরসুমে এক জন গোলকিপার, সেন্ট্রাল ব্যাক আর ফরোয়ার্ড আমরা নেব।” ওই শীর্ষকর্তার কথায়, চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে দু’পর্ব মিলিয়ে বায়ার্ন মিউনিখের কাছে সাত গোল হজম করা গোলকিপার ভিক্টর ভালদেস নিজেই নাকি বার্সাকে জানিয়েছেন, তিনি পরের মরসুমে এই ক্লাবে থাকবেন না। এ ছাড়া সেন্ট্রাল ব্যাক পিকে-র ফর্ম খুব খারাপ গিয়েছে এ মরসুমে। আর বার্সায় খানিকটা দাভিদ ভিয়া ছাড়া স্ট্রাইকার বলতে কেউ নেই। মেসি ছাড়াও পেদ্রো, আলেক্সি সাঞ্চেজ, ফাব্রেগাসসবাই খেলে থাকেন ‘ফলস নাইন’-এ। যার গুণাগার এ বার দিতে হয়েছে বার্সাকে। নেইমারকে সই করিয়ে সেই নিখাদ স্ট্রাইকারের শূন্যস্থান পূরণ করল বার্সা। |