টুকরো খবর
দাপাচ্ছে তৃণমূলের বাইক বাহিনী, নালিশ চন্দ্রকোনায়
পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই তৃণমূলের বাইক বাহিনীর দাপটে সন্ত্রস্ত চন্দ্রকোনা-১ ব্লকের বিভিন্ন এলাকা। শনিবারই সিপিএমের চন্দ্রকোনা-১ জোনাল অফিসে হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকাল থেকে তৃণমূলের বাইক বাহিনী দাপিয়ে বেড়ায় ব্লকের তাতারপুর, হেমতপুরে। সিপিএমের অভিযোগ, প্রায় ৫০-৬০টি বাইক তাতারপুরে গ্রামে ঘোরে। দলীয় পতাকা ছিঁড়ে নষ্ট করে, সমর্থকদের বাড়িতে ভাঙচুর চালায়। পুলিশ এলে তারা পালায়। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক সাঁতরা বলেন, “শনিবার দলের জোনাল অফিসে কৃষকসভার বৈঠক চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। রবিবার তাতারপুরে দলের সমর্থকদের বাড়ি ভাঙচুর ও মারধর করে। বিষয়টি পুলিশে জানানো হয়েছে।” এ দিনই ক্ষীরপাই শহরে তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় এবং ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই-সহ ব্লক নেতারা পঞ্চায়েত ভোট নিয়ে বৈঠক করেন। অভিযোগ, সেই বৈঠক চলাকালীন তৃণমূলের বাইক বাহিনী এলাকায় ঘুরে-ঘুরে হুমকি দিয়েছে। তৃণমূলের ব্লক সভাপতি চিত্ত পাল বলেন, “ওই এলাকায় আমাদের এদিন একটি মিছিল ছিল।” আর দীনেন রায় ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখা’র কথা বলেছেন। পুলিশ জানিয়েছে, এলাকায় উত্তেজনা থাকায় টহল চলছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে।

পুরনো খবর:
তরুণীর অপমৃত্যু, স্বামী-সহ ৩ জন ধৃত
এক তরুণীর অপমৃত্যুর ঘটনায় স্বামী-সহ শ্বশুরবাড়ির তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি গড়বেতার। রবিবার ধৃতদের মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা কলে ৭ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। মৃতের বাপেরবাড়ির লোকেদের অভিযোগ, সোমা মিশ্র (৩০) নামে ওই তরুণীকে খুন করা হয়েছে। যদিও শ্বশুরবাড়ির লোকেদের বক্তব্য, সোমা আত্মহত্যা করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। রবিবার মেদিনীপুর মেডিক্যালে মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। গত বছর মার্চে গড়বেতার পীযূষকান্তি মিশ্রের সঙ্গে বিয়ে হয় ধানবাদের হিরাপুরের বাসিন্দা সোমার। বিয়ের পর থেকেই ওই বধূর উপর শ্বশুরবাড়ির লোকজন মানসিক নির্যাতন করত বলে অভিযোগ। শনিবার সকালে গড়বেতার হাসপাতাল রোডের বাড়ি থেকেই সোমার মৃতদেহ উদ্ধার হয়। শ্বশুরবাড়ির লোকেদের দাবি, গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এই তরুণী। অমিত উপাধ্যায় নামে সোমার এক আত্মীয় থাকেন চন্দ্রকোনা রোডে। অমিতবাবুর কথায়, “খবর পেয়ে দুপুরে গড়বেতায় গিয়ে দেখি, দোতলায় ঘরের বিছানায় মৃতদেহ পড়ে রয়েছে। কিছু জায়গায় আঘাতের চিহ্ন। এটা আত্মহত্যা নয়। সোমাকে খুনই করা হয়েছে।” বাপের বাড়ির লোকজনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে রবিবার রাতেই গ্রেফতার করা হয় সোমার স্বামী পীযূষকান্তি, ভাসুর মৃণালকান্তি এবং ননদ ধাড়া মিশ্রকে।

ডাকাত সন্দেহে গণপিটুনি, মৃত্যু
ডাকাত সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম নেপাল বাগ (৫০)। বাড়ি নারায়ণগড় থানার কুশদায়। রবিবার সকালে খুড়শিতে এসেছিলেন নেপাল। সেই সময় উত্তেজিত স্থানীয় মানুষ তাঁকে ধরে ফেলেন। স্থানীয়দের অভিযোগ, আগের দিন রাতে খুড়শিতে এসে কয়েকজনকে শাসিয়ে ছিলেন নেপাল। দাবি মতো টাকা না দিলে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। এর জেরে স্থানীয়রা তাকে বেঁধে মারধর করে। খবর পেয়ে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নেপালকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করায়। বিকেলে তাঁর মৃত্যু হয়।
খড়্গপুরের মহকুমা পুলিশ আধিকারিক দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে।” স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা আদায়ের মতো বেশ কিছু অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এলাকায় একটি দুষ্টচক্র দীর্ঘ দিন ধরে চুরি, ডাকাতির সঙ্গে জড়িত। নেপাল ওই চক্রেরই একজন সদস্য।

দুই কবির স্মরণ সন্ধ্যা
—নিজস্ব চিত্র।
রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার মেদিনীপুর বিদ্যাসাগর হলে স্মরণসন্ধ্যা করল সাংস্কৃতিক সংস্থা ‘কল্লোল’। ছিল নাচ ও গান। সংস্থার তরফে অলোকবরণ মাইতি এবং সুস্মিতা মণ্ডল জানান, দুই কবিকে শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ। সংস্থার ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে যোগ দেয়। শনিবার রবীন্দ্র-নজরুল সন্ধ্যার আয়োজন করেছিল ‘বাখরাবাদ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন’। এই অনুষ্ঠানে আলোচনা, কবিতাপাঠ, শ্রুতিনাটক-সহ নানা অনুষ্ঠানের আয়োজন ছিল। ছিলেন কবি নির্মাল্য মুখোপাধ্যায়, অসিতবরণ বেরা, কমল সাঁই, জগদীশ সাঁই প্রমুখ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.