টুকরো খবর
ধুবুরিতে ধৃত সারদা-এজেন্ট
প্রতারণার অভিযোগে অসমের ধুবুরি জেলায় সারদা অর্থলগ্নি গোষ্ঠীর এক এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃতের নাম দীপেশ চৌধুরী। সারদা রিয়েলিটি ইন্ডিয়া লিমিটেডে আমানতকারীদের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ধুবুরির কলেজ নগর এলাকার বাড়ি থেকে তাঁকে ধরা হয়। অভিযোগ, আমানতকারীদের টাকা সংস্থায় জমা না রেখে দিনের পর দিন আত্মসাত করা হয়। পুলিশ সুপার মৃদুলানন্দ শর্মা বলেন, “নামনি অসমের জেলায় আমানতকারীরা টাকা জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ করায়। অভিযোগের ভিত্তিতে সারদা রিয়েলিটির ধুবুরির অফিসের কর্মী দীপেশ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।” ধৃতকে ৫ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে জেলা আদালত।

তথ্য ফাঁসে নারাজ ভারতীয় সেনা
সীমান্ত যুদ্ধে পাক সেনার গুলিতে বা অনুপ্রবেশকারীদের হামলায় গত পাঁচ বছরে ঠিক কত জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে, তথ্য অধিকার আইনের অধীনে তারই বিবরণ জনসমক্ষে আনার প্রস্তাব উঠেছিল মাস তিনেক আগে। রবিবার সেই প্রস্তাব খারিজ করে উচ্চপদস্থ এক সেনা অফিসার তথ্য অধিকার আইনেরই একটি ধারা উল্লেখ করে বলেন, “যে সব ক্ষেত্রে তথ্য ফাঁসের ঘটনায় দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে সে সব ক্ষেত্রে জনসমক্ষে তথ্য প্রকাশ করতে আমরা বাধ্য নই।” সম্প্রতি ভারত-পাক সীমান্তে দুই ভারতীয় সেনা হেমরাজ ও সুধাকর সিংহের মৃত্যুর ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি কী ভাবে, কবে, কোথায় ওই দুই সেনার মৃত্যু হয় সবই সাংবাদিকদের জানিয়েছিলেন। উচ্চপদস্থ ওই সেনা অফিসারের মত, মন্ত্রীর এই কাজ ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর আদর্শের পরিপন্থী।

থামছে না ভারত চিন টানাপোড়েন
লাদাখের দৌলত বেগ সেক্টরে ভারতের জমি ছেড়ে চলে গিয়েছে চিনা সেনা। কিন্তু সীমান্ত নিয়ে দু’দেশের টানাপোড়েন মিটছে না। সরকারি সূত্রে খবর, চিনা প্রধানমন্ত্রী লি খ্যছিয়াংয়ের ভারতে আসার দু’দিন আগেই লাদাখের সিরি জাপ এলাকায় ভারতীয় সেনার একটি টহলদারি দলকে আটকায় চিনা সেনা। ভারতীয় সেনার দলটিকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যেতে দেয়নি চিনারা। সিরি জাপ এলাকাতেই নিয়ন্ত্রণরেখার পাঁচ কিলোমিটার ভিতরে একটি রাস্তা তৈরি করেছে চিনা সেনা। বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি সেনাবাহিনী।

বিদেশে পুরস্কার জিতল মাজুলি দ্বীপের চলচ্চিত্র
দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে দু’টি পুরস্কার জিতল মাজুলি দ্বীপের জীবনযাত্রা নিয়ে তৈরি দ্বিভাষিক ছবি ‘অ্যাজ দ্য রিভার ফ্লোজ’ (এখন নেদেখা নদীর সিপারে)। সেরা অভিনেতা সঞ্জয় সুরি। আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেয়ে খুশি পরিচালক বিদ্যুৎ কটকি। তিনি জানান, ওয়াশিংটনে আয়োজিত ওই উৎসবে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ-সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের চলচ্চিত্র দেখানো হয়েছিল। তারই মধ্যে সেরা চিত্রনাট্য ও সেরা অভিনেতার পুরস্কার ছিনিয়ে নেয় ‘অ্যাজ দ্য রিভার ফ্লোজ’। পরিচালক জানান, তাঁর ছবির অনেকটা জুড়েই রয়েছে মাজুলি দ্বীপের প্রতিদিনের জীবনযাত্রার অজানা ‘কোলাজ’। সঞ্জয় ছাড়াও ওই ছবিতে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, বিদিতা বাগ, জুবিন গর্গ।

ফেসবুকে বন্ধুত্বের মাসুল দিলেন তরুণী
ফেসবুক-বন্ধুর উপদ্রবে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক তরুণী। অরুলের সঙ্গে নিশান্তিনির আলাপ ফেসবুকে বছর তিনেক আগে। পুলিশ জানিয়েছে, এর পর থেকেই ওই তরুণীকে উত্যক্ত করতে শুরু করেন অরুল। দেন বিয়ের প্রস্তাবও। কিন্তু তা উপেক্ষা করেছিলেন নিশান্তিনি। কিছু দিন আগে অন্য এক ব্যক্তির ছবি নিজের ফেসবুকে আপলোড করেন ওই তরুণী। তা দেখেই আর মাথা ঠিক রাখতে পারেননি অরুল। শুক্রবার সোজা চলে যান নিশান্তিনির কলেজে। অন্য সকলের সামনেই চূড়ান্ত অপমান করেন তাঁকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরেই বিষ খান আটক করা হয়েছে অরুলকে।

হাতবদল
এক জার্মান মহিলাকে ধর্ষণের দায়ে দোষী বিট্টি মহান্তিকে কেরল পুলিশ অবশেষে রাজস্থান পুলিশের হাতে তুলে দিল। সোমবার তাকে স্থানীয় আদালতে তোলা হবে। ২০০৬ সালে ধর্ষণের ঘটনায় সাত বছরের কারাদণ্ড হয় বিট্টির।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.