|
|
|
|
সুমারি-তথ্যে অনুপ্রবেশের ছায়া দেখছে বিজেপি
|
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে যে হারে জনসংখ্যা বেড়েছে তা স্বাভাবিক নয় বলে অভিযোগ বিজেপি-র। রাজ্য বিজেপি সভাপতি সর্বানন্দ সোনোয়ালের মতে, রাজ্য সরকারের ভোট ব্যাঙ্ক বাড়াবার অশুভ নীতির ফলেই অনুপ্রবেশ বাড়ছে। তারই প্রতিফলন ঘটেছে সুমারি রিপোর্টে। গত কাল প্রকাশিত ২০১১ সালের সুমারি তথ্য অনুযায়ী অসমের জনসংখ্যা ৩১,২০৫,৫৭৬ জন। জনসংখ্যার নিরিখে অসমের স্থান দেশের ভিতরে ১৪ নম্বরে। জন-ঘনত্বের বিচারে অসম পঞ্চদশ স্থানে রয়েছে। ঘনত্বের নিরিখে কামরূপ মহানগরের পরেই বাংলাদেশ সীমান্ত-ঘেঁষা জেলা, ধুবুরি দ্বিতীয় স্থানে রয়েছে। সেখানে প্রতি বর্গ কিলোমিটারে ৮৯৬ জন মানুষের বাস। গত এক দশকে সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির হারও ধুবুরিতেই। জাতীয় ও রাজ্যের গড় যেখানে ১৭ শতাংশর আশপাশে, সেখানে ধুবুরিতে জনসংখ্যা বৃদ্ধির হার দাঁড়িয়েছে ২৪.৪৪ শতাংশ। সোনোয়ালের কথায়, “কংগ্রেস ও এআইইউডিএফ-এর যৌথ উদ্যোগে অসম কার্যত বাংলাদেশের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। বাংলাদেশের লাগোয়া ধুবুরির অস্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধিই এর প্রমাণ। এর প্রতিবাদে জেলায়-জেলায় আমরা পদযাত্রা বের করব। জনবিন্যাসের এই আশঙ্কাজনক পরিবর্তনের বিষয়ে ভূমিপুত্রদের অবহিত করা প্রয়োজন।” জনসংখ্যা বৃদ্ধির অস্বাভাবিক ধারা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আসু-ও। আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বলেন, “অনুপ্রবেশকারীদের আগ্রাসন মারাত্মক আকার নিয়েছে। অসম চুক্তির সার্বিক রূপায়ন না হলে রাজ্যের সব জেলাই ধুবুরির মতো অনুপ্রবেশকারীদের হাতে চলে যাবে।” |
|
|
|
|
|