এক বধূকে খুনের অভিযোগ উঠল তাঁরই শ্বশুরবাড়ির বিরুদ্ধে। শনিবার বিকেলে মহম্মদবাজার থানার ভাঁড়কাটা গ্রামের ঘটনা। নিহতের নাম তাজমিনা বিবি (২০)। ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শ্বশুর ও শাশুড়ি, দু’জনেই পলাতক। বছর খানেক আগে মহম্মদবাজারের সেকেড্ডা গ্রামের সিরাজুল শেখের মেয়ে তাজমিনার সঙ্গে বিয়ে হয়েছিল ভাঁড়কাটা গ্রামের মহম্মদ শুকুরের ছেলে গুলজারের সঙ্গে। নিহতের বাবার অভিযোগ, “বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাজমিনার উপরে মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। আমার থেকে টাকা নিয়ে আসার জন্যও মেয়েকে চাপ দেওয়া হত। যার পরিণতিতেই এই মৃত্যু।” তিনি মহম্মদবাজার থানায় মেয়ের স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। নিহতের স্বামী পেশায় গাড়ির চালক গুলজারের দাবি, “স্ত্রী বাপের বাড়ি যেতে চেয়েছিল। তাই নিয়ে আমাদের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। দুপুরে ছেলেকে নিয়ে শুয়ে ছিলাম। তখন স্ত্রী বাথরুমে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাঁকে বাঁচাতে গিয়ে আমিও পুড়েছি।” ওই অবস্থাতেই স্ত্রীকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করালেও তাঁকে বাঁচানো যায়নি বলেই গুলজারের দাবি। পুলিশের দাবি, গুলজারের দু’টি হাত পুড়ে যাওয়ায় চিকিত্সা করানোর পরেই তাঁকে গ্রেফতার করা হয়। রবিবার সিউড়ি আদালত ধৃতকে ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেয়।
|
নতুন রেলপথ-সহ একাধিক দাবিতে ১২ ঘণ্টার অনশন কর্মসূচি পালন করলেন কান্দি রেলওয়ে সংযুক্তকরণ কমিটির সদস্যেরা। শনিবার আমোদপুর স্টেশনে এই অনশন চলে। যোগ দেন সংগঠনের প্রায় ১৫০ জন সদস্য। সংগঠন সূত্রে খবর, মুর্শিদাবাদের চৌরীগাছা থেকে বীরভূমের সাঁইথিয়া (ভায়া কান্দি) পর্যন্ত রেলপথের দাবি দীর্ঘ দিনের। বহু দিন আগে রেলমন্ত্রক তার অনুমোদনও দিলেও আজও কাজ শুরু হয়নি। সংগঠনের সম্পাদক প্রভাত কর বলেন, “অবিলম্বে ওই রেলপথের কাজ শুরু করা, লাভপুর-কাটোয়া রেললাইনের জন্য ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, মুর্শিদাবাদের নকিপুরের রেলসেতু নির্মাণ-সহ আরও বেশ কয়েকটি দাবিতে আমাদের এই আন্দোলন।” স্টেশন ম্যানেজার জানিয়েছেন, ওই সংগঠনের দাবি কর্তৃপক্ষকে জানানো হবে।
|
বাচ্চা-সহ এক মহিলা যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল ওই ট্রেনের যাত্রী এক জওয়ানের বিরুদ্ধে। এর প্রতিবাদে আধ ঘণ্টা রামপুরহাট স্টেশন ম্যানেজারকে ঘেরাও করেন বিক্ষোভ দেখান মুম্বইগামী লোকমান্য তিলক এক্সপ্রেসের যাত্রী-সহ রামপুরহাট রেল ও বাস প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা। স্টেশন ম্যানেজার অলোক কুমার বলেন, “বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। ওই মহিলার চিকিত্সাক ব্যবস্থা করা হয়েছে।”
|
দুবরাজপুরের কুখুটিয়া উচ্চ বিদ্যালেয়ের প্রতিষ্ঠা দিবস ছিল ২৫ মে। ওই দিনটিতে স্কুলের রজতজয়ন্তী বর্ষের শুভ সূচনা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। স্কুল গড়তে সাহায্যকারীদের হাতে তুলে দেওয়া হল স্মারক। প্রধান শিক্ষক কালামুল বক্স জানান, বছরভর অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে স্কুলের রজতজয়ন্তী বর্ষ।
|