উলউইচের জের, আশঙ্কা পুলিশের
ব্রিটেনে বেড়েছে জাতিবিদ্বেষী হামলা
গে আসত দিনে দু’তিনটি ফোন। এখন সংখ্যাটা প্রায় ছ’গুণ বেড়ে গিয়েছে। বুধবার ইসলামি মৌলবাদীদের হাতে ব্রিটিশ সেনা লি রিগবির খুনের ঘটনার পরে এমনই অভিজ্ঞতা ‘ফেথ ম্যাটার্স’ সংগঠনের।
মৌলবাদ-বিরোধী এই সংগঠনের কাছে আসা বর্ণবিদ্বেষী হামলার খবরের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের উপরেই বেশি হামলা হচ্ছে বলেও দাবি অনেকের। সংগঠনের প্রধান ফিয়াজ মুঘল জানিয়েছেন, সারা দেশেই হামলার ঘটনা ঘটছে। বেশ কয়েকটি ক্ষেত্রে রীতিমতো পরিকল্পনা করেই হামলা চালানো হচ্ছে। ধর্মস্থানেও হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে বলে খবর। ফিয়াজের দাবি, ইন্টারনেটে জাতিবিদ্বেষ ছড়ানো হচ্ছে।
ফিয়াজের দাবি মেনে নিয়েছে পুলিশও। উলউইচে খুনের ঘটনাকে কেন্দ্র করে টুইটারে জাতিবিদ্বেষ ছড়ানোর দায়ে ব্রিস্টল থেকে গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। পরে জামিনে মুক্তি পেয়েছে তারা। লিঙ্কন থেকেও একই দায়ে গ্রেফতার হয়েছে বেঞ্জামিন ফ্ল্যাটার্স নামে এক তরুণ। আরও এক জনকে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। অ্যাভন ও সমারসেট পুলিশের অফিসার এড ইয়াক্সলের বক্তব্য, “এই মন্তব্য আমাদের সমাজের একটি অংশের বিরোধী। এ সব বরদাস্ত করা হবে না।” দেশের নানা প্রান্তে আরও কয়েকটি গ্রেফতারিরও খবর পাওয়া গিয়েছে।
কেবল অনলাইনে নয়, প্রকাশ্যেও অন্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে হুমকি দেওয়া ও ভাঙচুর করার অভিযোগেও গ্রেফতার হয়েছে তিন জন। লন্ডনে বৃহস্পতিবারই ধরা পড়েছে টনি ল্যাটক্যাল ও ইউজেন-আওরেলিয়ান ইউজেন-বেরেডেই নামে দু’জন। হেস্টিংসে ধরা পড়েছে অ্যাডাম রজার্স নামে আরও এক জন।
গোয়েন্দারা জানিয়েছেন, ধৃতদের অনেকের বয়সই ২০ থেকে ৩০-এর মধ্যে। তাদের মধ্যে অনলাইনে প্রচারের প্রভাব যথেষ্ট। পাশাপাশি জাতিবিদ্বেষী সংগঠনগুলির সভ্যদের মধ্যেও অনেকেই ওই বয়সের। ফলে, বিপদ বাড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই একটি সভা ডেকেছে জাতিবিদ্বেষী বলে পরিচিত ইংলিশ ডিফেন্স লিগ। আফগানিস্তানে সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে ব্রিটিশ সেনার অংশগ্রহণের বিরুদ্ধে লুটনে পদযাত্রা করে ইসলামি মৌলবাদী সংগঠন আল মুহাজিরন। তারই প্রতিবাদে গঠিত হয় ইংলিশ ডিফেন্স লিগ। ব্রিটিশ ফুটবলের ক্ষেত্রে দাঙ্গাহাঙ্গামাকারী কুখ্যাত হুলিগানদের অনেকেই এই সংগঠনের সদস্য।
ঘটনাচক্রে আল মুহাজিরনেরই সদস্য ছিল উলউইচ কাণ্ডে অভিযুক্ত মাইকেল আদেবোলাজো। তাই এই ঘটনার প্রতিবাদে ডিফেন্স লিগ বড় ধরনের হিংসায় নামতে পারে বলে আশঙ্কা পুলিশের।
উলউইচ কাণ্ডে দুই অভিযুক্ত যে দীর্ঘদিনই সেনাদের উপরে হামলার পরিকল্পনা চালাচ্ছিল আজ ফের তার প্রমাণ পাওয়া গিয়েছে। উলউইচের ওই এলাকারই বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত পল রামস্বামী জানিয়েছেন, তিনি প্রায়ই উর্দির মতো দেখতে ট্রাউজার ব্যবহার করতেন। তাঁকে এক বার অনুসরণ করেছিল ওই দুই যুবক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.