দিব্যি চলছিল বিমানটি। কিন্তু বাদ সাধলেন দুই ব্রিটিশ যাত্রী। লাহৌর থেকে ম্যানচেস্টার যাওয়ার পথে হঠাৎই বিমানের ককপিটে ঢুকতে চান তাঁরা। স্বাভাবিক ভাবেই, বাধা দেন বিমানকর্মীরা। কিন্তু বারবার বাধা দেওয়াই খেপে উঠে বিমানে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেন ৩০ ও ৪১ বছর বয়সের ওই দুই ব্যক্তি। বিমানচালক আপদকালীন বার্তা পাঠালে সঙ্গে সঙ্গে দু’টি ব্রিটিশ যুদ্ধবিমান পাঠানো হয় পাক বিমানটিকে নজরে রেখে অবতরণ করানোর জন্য। ম্যানচেস্টার পৌঁছনোর আগেই স্ট্যানস্টেড বিমানবন্দরে জরুরি অবরতণ করে ওই পোক বিমানটি। এর পর ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে কোনও অস্ত্র পাওয়া যায়নি। কোনও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগেরও প্রমাণ পাওয়া যায়নি। শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে।
|
জঙ্গি হানায় নিহত ছয় পুলিশকর্মী। এক জন জেলা পুলিশ অফিসার ও তাঁর নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন ওই ঘটনায়। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে পেশোয়ারের কাছাকাছি মাত্তানি এলাকায় জঙ্গিরা রকেট-হামলা চালায় পুলিশের গাড়িতে। গাড়িটি ঘটনাস্থলেই ধ্বংস হয়ে যায় ও ছ’জন নিহত হন। |