বাঘের খাঁচায় ঢুকে মৃত্যু হল এক চিড়িয়াখানা কর্মীর। উত্তর ইংল্যান্ডের ক্যামব্রিয়ার ‘সাউথ লেকস ওয়াইল্ড অ্যানিমাল পার্ক’-এ শুক্রবার বিকেলের ঘটনা। জনপ্রিয় ওই চিড়িয়াখানায় তখন বেশ ভিড়। পুলিশ জানিয়েছে, হঠাত্ই সুমাত্রান বাঘের একটি খাঁচা খুলে তার মধ্যে ঢুকে পড়েন সারা ম্যাকক্লে নামে এক যুবতী। বছর চব্বিশের সারা বেশ কয়েক বছর ধরে ওই চিড়িয়াখানায় বাঘেদেরই দেখাশোনা করতেন।
খাঁচার মধ্যে ঢোকার প্রায় সঙ্গে সঙ্গেই বাঘটি আক্রমণ করে সারাকে। মূহূর্তের মধ্যে আতঙ্ক ছড়ায় গোটা চিড়িয়াখানা চত্বরে। উদ্ধারকর্মীরা ছুটে আসেন। কিন্তু খাঁচার বাঘ সরাতে বেশ খানিকটা বেগ পেতে হয় তাঁদের। শেষমেশ শূন্যে গুলি ছুড়ে বাঘটিকে খাঁচা থেকে বার করে আনার ব্যবস্থা করা হয়। সারাকে উদ্ধার করে এয়ার অ্যাম্বুল্যান্সে আনা হয় রয়্যাল প্রেসটন হাসপাতালে। তখন তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চিকিত্সকেরা জানিয়েছেন, সারার মাথায় আর ঘাড়ে প্রবল আঘাত ছিল। আর তার জেরেই গত কাল রাতের দিকে মৃত্যু হয় সারার। ঘটনার জেরে গত কাল তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়েছিল চিড়িয়াখানা। তবে আজ সকালে ঠিক সময়ই খুলেছে চিড়িয়াখানার দরজা। ভিড়ও স্বাভাবিক।
ওই চিড়িয়াখানার মালিক ডেভিড গিল এক রেডিও সাক্ষাত্কারে জানিয়েছেন, পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু কেন সারা চিড়িয়াখানার নিয়ম ভেঙে বাঘের খাঁচায় ঢুকতে গেলেন, তা তিনি কিছুতেই বুঝতে পারছেন না। তাঁর কথায়, “কোনও কারণে সারা খাঁচার দরজা খুলেছিল। যতটুকু জানা গিয়েছে, সেই সময় ওর সঙ্গে কেউ ছিল না।” |