টুকরো খবর |
মুন্নাভাইকে দেখার জন্য ফটকে ভিড়
নিজস্ব সংবাদদাতা • পুণে |
ইয়েরওয়াড়া জেলের মূল ফটকের সামনে এসে থমকে দাঁড়াচ্ছেন পথচলতি মানুষেরা। এক বার যদি দেখা যায় অভিনেতা সঞ্জয় দত্তকে। বর্তমানে তিনি যে এই জেলেরই বাসিন্দা। এক জেল কর্তা বলেন, “নিরাপত্তার জন্য সঞ্জয়কে আলাদা সেলে রাখা হয়েছে।” তবে জেলের কঠোর নিয়ম মেনে চলতে হচ্ছে মুন্নাভাইকেও। সাড়ে সাতটায় প্রাতরাশ, সাড়ে এগারোটায় দুপুরের খাবার ও সাড়ে ছ’টায় রাতের খাওয়া সেরে ফেলতে হচ্ছে অভিনেতাকে। জেলের অন্য বন্দিদের মতো কাজ করতে হবে তাঁকেও। কী কাজ তাঁকে করতে দেওয়া হবে, তা শীঘ্রই ঠিক করবেন জেল কর্তৃপক্ষ। এই নিয়ে তিন-তিন বার ইয়েরওয়াড়া জেলে এলেন সঞ্জয়। শেষ বার জেলে থাকার সময় তিনি কাঠের কাজ করতেন। |
পুরনো খবর: সময়সীমা শেষ, আত্মসমর্পণ খলনায়কের
|
ধৃত মাওবাদী জঙ্গি
নিজস্ব সংবাদদাতা • পটনা |
তোলা আদায় করতে গিয়ে এক মাওবাদী জোনাল কম্যান্ডার পুলিশের হাতে ধরা পড়ল। পুলিশ জানিয়েছে, কাল রাতে জেহনাবাদের লাখাপুরে শত্রুঘ্ন রাম নামে ওই মাওবাদী নেতা স্থানীয় একটি ইটভাটায় লেভি বাবদ ১০ হাজার টাকা আদায় করতে যায়। আগাম খবরের ভিত্তিতে পুলিশ আগে থেকেই সেখানে ফাঁদ পেতেছিল। ধরা পড়ে যায় শত্রুঘ্ন। জেহানাবাদের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার বলেন, “তোলা আদায় করতে এসে ধরা পড়া ওই মাওবাদী নেতার বিরুদ্ধে আর কী কী অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
|
আইআইটিতে ভোটে জয়ী সিটু
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
আইআইটি-র হস্টেল তথা হল কর্মীদের নির্বাচনে ৬টি আসনে জিতল সিটু সমর্থিত ‘ইউনিয়ন আইআইটি খড়্গপুর রেসিডেনশিয়াল হল ম্যানেজমেন্ট কমিটি’। খড়্গপুর আইআইটি-র এই সংগঠন দীর্ঘদিন সিটুর নিয়ন্ত্রণে ছিল। কিন্তু গত বছর তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ও আইএনটিইউসি ক্ষমতায় আসে। এ বার সভাপতি নির্বাচিত হয়েছেন প্রদীপ ধর।
|
ধৃত কেএলও জঙ্গি |
সেনা ও পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ল এক কেএলও জঙ্গি। শুক্রবার রাতে কোকরাঝাড়ের গোসাইগাঁওয়ের সাপকাটা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত সুখনাথ রায় ওরফে রাজুর কাছ থেকে একটি পিস্তল, র্কাতুজ ও নথিপত্র উদ্ধার হয়েছে। তার বাড়ি পদ্মপুখুরি গ্রামে। ২০১০ সালে তিনি মায়ানমারে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল বলে পুলিশের দাবি। |
|