|
|
|
|
ধর্ষিতা বান্ধবীকেই বিয়ে করলেন যুবক |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
চোখের সামনে বান্ধবীকে ধর্ষিত হতে দেখেছিলেন তিনি। সেই ভয়াবহ স্মৃতি পাশে সরিয়ে রেখে তাঁর পাশে দাঁড়ালেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া যুবক। বিয়ে করলেন বান্ধবীকে।
এ সপ্তাহের গোড়ার ঘটনা। বান্ধবীকে সঙ্গে নিয়ে বাঙ্কা জেলার মন্দার হিল এলাকায় বেড়াতে গিয়েছিলেন যুবকটি। ওই অঞ্চলে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তীর্থক্ষেত্র হিসেবে বিহারের এই অঞ্চলটি বেশ জনপ্রিয়। পথ চিনতে না পেরে কয়েক জন স্থানীয় লোকের শরণাপন্ন হয়েছিলেন তাঁরা। শুধু মুখের কথায় না সেরে, পথ দেখিয়ে নিয়ে যায় ওই লোকগুলি। তবে একটা জনশূন্য জায়গায়। আর তার পর ছেলেমেয়ে দু’টিকে তিন ঘণ্টা বন্দি করে রাখে তারা। ছেলেটিকে প্রচণ্ড মারধর করে দুষ্কৃতীরা। তার পর তাঁকে বেঁধে রেখে, ২২ বছরের তরুণীটিকে গণধর্ষণ করে ওই তিন জন। শেষে যাওয়ার আগে তাঁদের টাকাপয়সা-সর্বস্ব কেড়ে নিয়ে যায়।
পরে ভরতপুর থানায় গিয়ে অভিযোগ জানান দু’জনেই। শুধু তা-ই নয়, ঘটনার চার দিনের মাথায় বিয়েও করলেন তাঁরা। আয়োজনে অবশ্য বেশি জাঁকজমক ছিল না। প্রথমে আদালতে গিয়ে কাগজে-কলমে বিয়ে সারেন। পরে মন্দিরে রীতিনীতি মেনেই আচার-অনুষ্ঠান হয়। বিয়ের আসরে উপস্থিত ছিলেন বেশ কিছু লোক।
নিরাপত্তার কথা মাথায় রেখে হাজির ছিল পুলিশও। পরে সমাজকর্মী হীরালাল মণ্ডল জানান, ছোট করে অনুষ্ঠান হলেও অনেকেই সেখানে ছিলেন। নবদম্পতির পাশে দাঁড়িয়েছেন আত্মীয়স্বজন, গ্রামের বাসিন্দারাও। এক পুলিশ কর্তার মুখেই শোনা গেল ওই যুবকটির কথা। ওই পুলিশ কর্তা বলেছেন, “আমি জানি ও গণধর্ষণের শিকার। আমার চোখের সামনেই সে দিন ঘটনাটা ঘটেছিল। তবু ওকেই আমি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি।” |
|
|
|
|
|