|
|
|
|
অসম |
রাজ্যসভা নির্বাচনে ভোট দেবে না বিজেপি, অগপ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অসমে রাজ্যসভার নির্বাচনে ভোট দেবে না বিজেপি ও অসম গণ পরিষদ (অগপ)। তার ফলে কংগ্রেস-বিরোধী দলগুলিকে একজোট করে কংগ্রেসের দ্বিতীয় প্রার্থীকে হারানোর যে চেষ্টা এআইইউডিএফ করছিল তা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াল।
১২৬ সদস্যের অসম বিধানসভায় অগপ-র ৯ ও বিজেপি-র ৫ বিধায়ক রয়েছেন। প্রধান বিরোধী দল এআইইউডিএফ-এর বিধায়ক সংখ্যা ১৮। রাজ্যসভায় জিততে অন্তত ৪৩টি ভোট প্রয়োজন। কংগ্রেসের হাতে নিজেদের ৭৯ জন ও জোট শরিক বিপিএফ-এর ১২ জন বিধায়ক মিলিয়ে মোট ৯১টি ভোট রয়েছে। তবে দ্বিতীয় পছন্দের প্রার্থী হিসাবে শান্তিয়াস কুজুরকে প্রার্থী করা নিয়ে প্রদেশ কংগ্রেসের ২৫ জন বিধায়ক যে অসন্তোষ জানিয়েছেন, তা সামলাতে মাঠে নেমেছে এআইসিসি। দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে বিধায়কদের অভিযোগ রয়েছে। তাই এআইসিসির তরফে এ বার সাধারণ সম্পাদক পরভেজ হাসমিকে প্রদেশ কংগ্রেসের সমস্যা মেটাতে গুয়াহাটি পাঠানো হয়েছে। আজ দলের বিধায়কদের সঙ্গে প্রাথমিক বৈঠক করে হাসমি জানান, দলে বিভেদ নেই। হাইকম্যান্ডের পছন্দ করা প্রার্থী নিয়ে বিধায়কদের আপত্তিও নেই। তিনি বলেন, “সোমবার সকলকে সঙ্গে নিয়েই সাংবাদিক সম্মেলন করে দলীয় অবস্থান ঘোষণা করা হবে। ২৯ মে বিধায়কদের নিয়ে বৈঠকে ভোটদানের প্রক্রিয়া নির্ধারিত হবে।”
রাজ্য বিজেপির সভাপতি সর্বানন্দ সোনোয়াল ও অগপ-র কার্যনির্বাহী সভাপতি অতুল বরা জানান, কংগ্রেসের প্রথম প্রার্থী মনমোহন সিংহ গত দু’দশকের বেশি সময় ধরে রাজ্যের প্রতিনিধিত্ব করেও অসমের দিকে পর্যাপ্ত মনোযোগ দেননি। সংখ্যাগরিষ্ঠতার জোরে মনমোহন-সহ কংগ্রেসের দ্বিতীয় প্রার্থীও জয়ী হবেই। এআইইউডিএফ প্রার্থীকেও তাঁরা ভোট দেবেন না। তাই তাঁরা ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। |
|
|
|
|
|